কিন্ত তিহার জেলে যাওয়ার পরেই হঠাৎ করে ওনার শরীর খারাপ হতে থাকে, যদিও মেডিকেল চেকআপ করতে বারবার অস্বীকার করেন।কারণ উনি তাড়াতাড়ি জামিনের চেষ্টা করছিলেন।
কিন্তু জেলের নিয়ম অনুসারে কয়েদীর মেডিকেল চেকআপ অবশ্যই দরকার,
আর মেডিকেল চেকআপে ধরা পড়ে সফুরা জরগর 2 মাসের গর্ভবতী।।মানে শাহীনবাগে ধর্ণা সময় গর্ভধারণ করেছেন।
মজার কথা সফুরা জরগর #জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আর ওনার #বিবাহ হয়নি।।
বিজেপি নেতা আর সাধারন পাবলিক রা বারবার শাহীনবাগ একটা রঙ্গমঞ্চ ও আড্ডার জায়গা,সেটাই যেন আবার সঠিক প্রমান হল!!
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।