৭০ বছরের ইতিহাসে পাকিস্তানে প্রথম হিন্দু পাইলট নিয়োগ - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Tuesday, May 5, 2020

demo-image

৭০ বছরের ইতিহাসে পাকিস্তানে প্রথম হিন্দু পাইলট নিয়োগ

প্রায় ৭০ বছরেরও বেশি সময় কেটেগেছে পাকিস্তান স্বাধীনতা পেয়েছে। কিন্তু এতদিন পর্যন্ত সেদেশের বিমান বাহিনীতে কোন হিন্দু পাইলট নিয়োগ পাননি। ইতিহাস সৃষ্টি করে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাহুল দেব হলেন পাকিস্তান বিমান বাহিনীর প্রথম হিন্দু পাইলট। তিনি পাকিস্তানের সিন্ধু প্রদেশের তারপরেকারে বসবাস করেন।পাকিস্তানের এই এলাকাটি হিন্দু অধ্যুষিত। জেনারেল ডিউটি পালট হিসেবে যোগদান করেছেন রাহুল দেব।
whatsapp-image-2020-05-04-at-15-06-54-jpeg_710x400xt

পাকিস্তান হিন্দু পঞ্চায়েত সমিতির সম্পাদক রবি দাওয়ানী বলেছেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের অনেক সরকারি চাকুরী করেন। অনেকে ডাক্তার অনেকে সেনাবাহিনী সেবা করছেন। তিনি বলেন পাকিস্তানের হিন্দুদের যদি সমান সুযোগ দেয়া হয় তবে তারা পাকিস্তানকে সামনের দিকে এগিয়ে নিতে বিশাল ভূমিকা পালন করবে।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *