করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে পাকিস্তানও।যদিও কিছুদিন আগেই বেলুচিস্তানের এক ইমাম ফতোয়া দিয়েছিল করোনা শুধুমাত্র কাফের হিন্দুদের জন্য। অথচ এখন যেন পুরো উল্টো চিত্র পাকিস্তানে। ইতিমধ্যে সে দেশে ক্রমেই বেড়ে চলছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি জামাতিদের কারণে সে দেশেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।"মুসলিমদের করোনা হবেনা", অথচ পাকিস্তানে দেড় মাসে করোনা আক্রান্ত ৮০০০+!
এর ই মাঝে নতুন করে ৫১৪ জনের শরীরে সংক্রমণ পাওয়ার পরে পাকিস্তানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৩১০-এ। এছাড়া মারা গিয়েছেন ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা রেকর্ড সেদেশে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা গিয়েছে নতুন করে আক্রান্ত যারা হয়েছেন তারা বেশীরভাগ পঞ্জাব এবং সিন্ধ প্রদেশ এলাকার।
পাকিস্তানে বেশীরভাগ আক্রান্ত হয়েছেন সিন্ধ প্রদেশের। এছাড়া রাজধানী ইসলামাবাদ সহ খাইবার পাখতুনখোয়া সহ গিলগিট বালিতিস্তান এলাকার অনেকে আক্রান্ত হয়েছেন। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীরে ৪৮ জন আক্রান্ত হয়েছেন। সম্প্রতিক তথ্য অনুসারে এখনও পর্যন্ত পাকিস্তানে ৯৮৫২২ জনের শারীরিক পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টার মধ্যে হয়েছে ৭৮৪৭ জনের।
এছাড়া পরীক্ষার হার বৃদ্ধি করতে ৩৩৩ টি ওষুধ কোম্পানিকে আরও স্যানিটাইজার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও রেলমন্ত্রী শেখ রাসিদ আহমেদ জানিয়েছেন বালুচিস্তানে আলাদা করে রেলের তরফে ৩০ টি কোঁচ নিয়ে কোয়ারেন্তাইন ট্রেন তৈরি করা হয়েছে। যাতে চিকিৎসার ক্ষেত্রে সুবিধা হয়। এছাড়াও বিদেশে আটকে থাকা প্রায় ৪০ হাজার পাকিস্তানিদের ফিরিয়ে আনার জন্য বিদেশি এয়ারলাইনের সঙ্গে পাকিস্তান সরকারের কথাবার্তা চলছে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে বিশ্বজুড়ে এই ভাইরাসের আক্রমনে মারা গিয়েছেন কয়েক লক্ষ মানুষ। থমকে গিয়েছে প্রথম বিশ্বের একাধিক দেশ।
Monday, April 20, 2020
"মুসলিমদের করোনা হবেনা", অথচ পাকিস্তানে মৃত্যুর মিছিল!
Tags
# COVID19
# UHC নিউজ
# পাকিস্তান
Share This
About শিবশম্ভু
পাকিস্তান
Subscribe to:
Post Comments (Atom)
অন্যান্য
Post Bottom Ad
Author Details
সত্য ও সঠিক ইনফর্মেশনে সম্মৃদ্ধ একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম।বিশ্বব্যাপী হিন্দুর গৌরব তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।