করোনায় মৃত হিন্দুদের সৎকার করবে বাংলাদেশ হিন্দু পরিষদ। সেবা পেতে কল দিন - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Monday, April 20, 2020

demo-image

করোনায় মৃত হিন্দুদের সৎকার করবে বাংলাদেশ হিন্দু পরিষদ। সেবা পেতে কল দিন


%25E0%25A6%2595%25E0%25A6%25B0%25E0%25A7%258B%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A7%259F+%25E0%25A6%25AE%25E0%25A7%2583%25E0%25A6%25A4+%25E0%25A6%25B9%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%2581%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B0+%25E0%25A6%25B8%25E0%25A7%258E%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0+%25E0%25A6%2595%25E0%25A6%25B0%25E0%25A6%25AC%25E0%25A7%2587+%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%2582%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B6+%25E0%25A6%25B9%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%2581+%25E0%25A6%25AA%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%25B7%25E0%25A6%25A6+_+%25E0%25A6%25AB%25E0%25A7%258B%25E0%25A6%25A8+%25E0%25A6%25A8%25E0%25A6%25BE%25E0%25A6%25AE%25E0%25A7%258D%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2587+%25E0%25A6%2595%25E0%25A6%25B2+%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%25B2%25E0%25A7%2587+%25E0%25A6%25AA%25E0%25A6%25BE%25E0%25A6%2593%25E0%25A7%259F%25E0%25A6%25BE+%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%25E0%25A7%2587+%25E0%25A6%258F%25E0%25A6%2587+%25E0%25A6%25B8%25E0%25A7%2587%25E0%25A6%25AC%25E0%25A6%25BE+_+Hindus+Tv+-+Google+Chrome+4_20_2020+11_00_46+AM

করোনা মহামারীতে বিশ্ব অচল হয়ে পড়েছে। আক্রান্ত হয়ে হাসপালাতে গেলেই সে এক হয়ে যাচ্ছে। সেখানে কোন স্বজনকে দেখা করতে দেয়া হয় না। মরার পর কেউ লাশ ছুঁয়ে দেখার সাহস দেখাচ্ছে না। এমনই এক ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এ পর্যন্ত করণাতে আক্রান্ত প্রায় ২৪ লক্ষ এবং মৃত ১ লক্ষ ৬০ হাজারের মতো। দ্রুত বেড়েই চলেছে এই সংখ্যা।  আমেরিকাসহ বিভিন্ন দেশে দেয়া হচ্ছে গণকবর। অনেক দেশ পুড়িয়ে সৎকার করছে। বাংলাদেশে হিন্দু মৃতদেহ নিয়ে দেখা যাচ্ছে এক চরম অনিশ্চয়তা।  এমনি সময় এগিয়ে এলো বাংলাদেশ হিন্দু পরিষদ।
হিন্দু পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি কোন হিন্দু পরিবার লাশ সৎকারে অসমর্থ হয় তবে তারা এগিয়ে আসবে লাশ সৎকারে। উপযুক্ত সেফটি নিয়ে তারা লাশ সৎকার করবে। আপাতত রাজধানী ঢাকার আশেপাশে এই সেবা সীমাবদ্ধ। তাড়াতাড়ী সারা দেশে শুরু হবে। 
আপনার সেবা পেতে নিচের নাম্বারে কল দিন।

93226531_1833025616821943_4003203334289752064_n.jpg+%2528JPEG+Image%252C+480%25C2%25A0%25C3%2597%25C2%25A0400+pixels%2529+-+Mozilla+Firefox+4_20_2020+11_17_20+AM

যোগাযোগ :
দেবাশীষ : ০১৭১০৬৩৪৮৮৭
সাজন মিশ্র :০১৭১২৮৮৬৩৭৭
অ্যাডভোকেট সুমন কুমার রায় : ০১৭৫৪৯২৮২৮৬

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *