দুষ্কৃতকারীদের আগুনে ভস্মীভূত ঐতিহ্যবাহী ১৪ হাত কালী মন্দিরে পুনর্নির্মাণের কাজে এগিয়ে এসেছে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। রাজবাড়ী-ফরিদপুরের প্রান্ত সীমায় অবস্থিত মন্দিরটি ২০১৬ সালের ৮ অক্টোবর রাতের আধারে আগুন জালিয়ে দেয় মৌলবাদী অপশক্তি।
খোঁজ নিয়ে জানা যায়,পূর্বের প্রতিমাটি বাশের চাটাই,খড়,মাটি দিয়ে তৈরি করা ছিল। ফলে তাতে দাহ্য পদার্থ মিশিয়ে আগুন ধরিয়ে দেয়া সহজ হওয়ায় অল্প সময়ে প্রতিমাটি ভস্মীভূত হয়। স্থানীয় গবেশ্বর কর্মকার বলেন, প্রতিমাটি পুড়ে যাওয়ার কষ্টে আমরা কাতর হয়ে পড়লেও একই সাথে আমরা যাতে ভবিষ্যতে কেউ আর এমন কাজ না করতে পারে সেজন্য সিদ্ধান্ত নেই পাথর দিয়ে নতুন করে গড়ে তোলা।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।