পাকিস্তানে মসজিদ থেকেই করোনা বেশি ছড়াচ্ছে, দাবি ডাক্তারদের - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Tuesday, April 28, 2020

demo-image

পাকিস্তানে মসজিদ থেকেই করোনা বেশি ছড়াচ্ছে, দাবি ডাক্তারদের

পাকিস্তানে মসজিদগুলো থেকে করোনাভাইরাস সংক্রমণ বেশি হচ্ছে বলে জানিয়েছেন সে দেশের চিকিৎসকরা। এ কারণে পবিত্র এই রমযান মাসে বাড়িতে মুসল্লিদের নামাজ পড়ার অনুরোধ জানিয়েছেন তারা।
pakistani-masjid-210451

পাকিস্তান ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশন (পিআইএমএ) এর প্রেসিডেন্ট ডা. ইফতিখার বার্নি জানিয়েছেন, গত সপ্তাহে বেশি হারে সংক্রমণের ঘটনা ঘটেছে। এক মাসে প্রায় ছয় হাজার আক্রান্তের ঘটনা ঘটেছে। কিন্তু গত ছয়দিনেই আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।
তিনি সতর্ক করে দিয়ে জানিয়েছেন, রমযান মাস উপলক্ষে মসজিদগুলো যদি খোলা থাকে এবং মানুষজন জামাতে নামাজ আদায় করতে থাকে, তাহলে মে ও জুন মাসে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক বেড়ে যাবে। এখনই সরকারি হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর চাপ সামাল দেয়া কষ্টকর হয়ে পড়েছে।
সে দেশে মসজিদ খোলা রাখার ব্যাপারে বিভিন্ন মহল থেকে চাপ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মসজিদ খোলা থাকার ফলে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেশি হারে হচ্ছে।
সূত্র : বিজনেস টুডে।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *