স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহন করলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Sunday, April 12, 2020

স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহন করলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার

ভারতের উত্তর প্রদেশে এক মুসলিম যুবকের ধর্মান্তরনের খবর সামনে এসেছে। খোজ নিয়ে গেছে তার নাম ইমরান খান। তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি একটা প্রাইভেট ফার্মে নিয়োজিত আছেন বলেও জানা গেছে।


উত্তর প্রদেশে অগ্নিবীরের মাধ্যমেই মূলত তিনি সনাতন ধর্ম গ্রহন করেন। তার নতুন নাম রাখা হয়েছে রাম রাঘব। জানা গেছে বেশ কবছর ধরেই তিনি সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ছিলেন। পরবর্তীতে পরিবারের সম্মতি পেয়ে তিনি ইসলাম ছেড়ে সত্য সনাতন ধর্ম গ্রহন করেন। UHC পেইজ থেকে তার প্র‍তি রইলো অশেষ ধন্যবাদ ও ভালবাসা।


No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box