ইতিহাসের নির্মম সাক্ষী আফগানিস্তানের হিন্দুকুশ ! - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Tuesday, March 31, 2020

ইতিহাসের নির্মম সাক্ষী আফগানিস্তানের হিন্দুকুশ !

আফগানিস্তান ! নামটা শুনলেই মনে আসে বোমা, রক্ত, কান্না, জিহাদ, লাশ, তালেবান, আলকায়েদা ইত্যাদি।কিন্তু আফগানিস্তান কি এমনটা ছিলো ?
না, হিন্দু শাহী রাজবংশের শাসন চলাকালে আফগানিস্তান ছিলো শান্ত, সুন্দর এক সাম্রাজ্য। আফগানিস্তানের কান্দাহার ছিলো গান্ধার, হিরাত এর নাম আসে হরি নদীর নাম থেকে।তখনকার আফগানিস্তানে হিন্দু শাহী রাজবংশের রাজধানী ছিলো কাবুল।ভাষা ছিলো সংস্কৃত।আফগানিস্তানে উচ্চারিত হত বেদ বাণী, প্রদীপ জ্বলত তুলসিতলায়, দীপাবলিতে­ আলোকিত হত কাবুল, গান্ধারসহ সমগ্র আফগানিস্তান।প্রাণে উৎসবে সাজত আফগানিস্তানের গ্রাম থেকে শহর। সবাই শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করত।


আফগানিস্তানের হিন্দু শাহী রাজবংশের হিন্দু সম্রাটগণ

১। কিংগালা কাপিসা ( শাসনকাল,৭ ম শতাব্দী)
২।পাতলদেবা আলিআস নবসুরেন্দ্রাদিত্য নানদীন
গিলগিট (শাসনকাল,৬ষ্ঠ- ৭ ম শতাব্দী)
৩।শ্রীদেবা আলিআস সুরেন্দ্র বিক্রমাদিত্য নানদিন গিলগিট(শাসনকাল,৬ষ্ঠ-­৭ম শতাব্দী)
৪। পাতলদেবা আলিআস বাজরাদিত্য নানদিন গিলগিট ( শাসনকাল,৬ষ্ঠ-৭ম শতাব্দী)
৫।কাল্লার আলিআস লাল্লিয়া(শাসনকাল,৮৯­০-৮৯৫)
৬।কালালুকা দেবা (৮৯৫-৮২১)
৭।ভীম দেবা (৯২১-৯৬৪)
৮।ইসত্তাপালা দেবা
৯।জয়পালা দেবা(৯২১-১০০১)
১০।আনন্দপালা দেবা (১০০১-১০১০)
১১।ত্রিলোচনপালা দেবা (১০১০- ১০২১-২২)
১২।ভীমপালা দেবা (মৃত্যু ১০২২-২৬ এর মধ্যে)

এমন শান্তিপূর্ণ আফগানিস্তানে মুসলিল শাসন শুরুর সাথে সাথেই শুরু হলো রক্তের হোলিখেলা।ভীমপালা দেবার মৃত্যুর পরই হিনন্দুদের উপর চরম আক্রমণ শুরু করল মুসলিম শাসকগণ!!!!

আফগানিস্তানের এক পর্বতমালার নাম ছিলো পারিইয়াত্রা পর্বত।লাখ লাখ হিন্দুকে ওখানে নিয়ে হত্যা করা হয়!!!!!
হিন্দুর রক্তে লাল হয় পারিইয়াত্রা পর্বত,সেই থেকে পর্বতটির নাম হয়য় হিন্দু কুশ,অর্থাৎ হিন্দুদের হত্যা!!!!!
রক্ত এখনো ঝরছে আফগানিস্তানের এলাকায় এলাকায়।ইসলামের নামে বুকে কুরআন বেধে হাতে বন্দুক,বোমা নিয়ে মুখে আল্লাহু আকবর বলে মানুষ হত্যায় নেমেছে মুসলিমজঙ্গিগোষ্ঠীরা।­একে অপরকে হত্যা করছে।আজ আফগানবাসী চরম দূর্ভোগে আছে,আজ ঘর বাইরে কোথাও প্রাণের নিরাপত্তা নেই।একে অপরকে হত্যা করছে।
মানুষ মেরে জান্নাত যেতে চাওয়া নামধারী মুসলিম জঙ্গিরা নরকে পরিণত করেছে আফগানকে।

তবুও আফগানে শত কষ্টের মাঝ ঠিকে আছে হাজার খানেক হিন্দু,আফগানিস্তানে কানাডাস্থ দূতাবাসে রাষ্ট্রদূতও হিন্দু(নাম শ্যাম লাল বাতিজা,জন্ম কান্দাহার,আফগানিস্তা­ন,
জাতীয়তা,আফগানীস্তান­ী)।আফগানে ঠিকে আছে হাজার বছরের পুরানো আশা মাই মন্দির,কথিত আছে ওখানে ৪হাজার বছরের পুরানো অখন্ড প্রদীপ আছে।

আফগানিস্তান হিন্দু সম্পর্কে বাঙ্গালী হিন্দুরা খুব কম জানে,শেয়ার করে অন্যকে জানার সুযোগ দিন।

আফগানিস্তানে আবার ছড়াক সত্য,শান্তি,সুন্দর সনাতন,আফগানবাসী ফিরে আসুক সনাতনের ছায়াতলে।

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box