মসজিদে লুকিয়ে রাখা হয়েছিল করোনায় আক্রান্ত ইসলামিক উপদেশকদের!!!!! - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Monday, March 23, 2020

demo-image

মসজিদে লুকিয়ে রাখা হয়েছিল করোনায় আক্রান্ত ইসলামিক উপদেশকদের!!!!!




পাটনাঃ বিহারের রাজধানী পাটনায় কির্গিস্তানের (Kyrgyzstan) ১০ আর ভারতের দুই নাগরিককে করোনায় (Corona) সংক্রমিত হওয়ার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নমুনার পরীক্ষার জন্য এইমসে পাঠানো হয়েছে।
E69D3BEB_5E22_4602_B145_010F93D58328


প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাটনার দীঘা থানা এলাকার কুর্জী মোহল্লার একটি মসজিদ থেকে পুলিশ ১০ জন বিদেশী ধার্মিক উপদেশককে গ্রেফতার করেছে। এছাড়াও অন্য দুজন ভারতীয়কে গ্রেফতার করেছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য তাঁদের এইমসে পাঠানো হয়েছে।

স্থানীয় থানার ইনচার্জ মনোজ কুমার বলেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে কির্গিস্তানের ১০ জন ধার্মিক উপদেশক আর উত্তর প্রদেশের দুজন আছে। উনি বলেন, ওদের পরীক্ষার জন্য পাটনার এইমসে পাঠানো হয়েছে।

Source: India rag

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *