পাটনাঃ বিহারের রাজধানী পাটনায় কির্গিস্তানের (Kyrgyzstan) ১০ আর ভারতের দুই নাগরিককে করোনায় (Corona) সংক্রমিত হওয়ার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নমুনার পরীক্ষার জন্য এইমসে পাঠানো হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাটনার দীঘা থানা এলাকার কুর্জী মোহল্লার একটি মসজিদ থেকে পুলিশ ১০ জন বিদেশী ধার্মিক উপদেশককে গ্রেফতার করেছে। এছাড়াও অন্য দুজন ভারতীয়কে গ্রেফতার করেছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য তাঁদের এইমসে পাঠানো হয়েছে।
স্থানীয় থানার ইনচার্জ মনোজ কুমার বলেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে কির্গিস্তানের ১০ জন ধার্মিক উপদেশক আর উত্তর প্রদেশের দুজন আছে। উনি বলেন, ওদের পরীক্ষার জন্য পাটনার এইমসে পাঠানো হয়েছে।
Source: India rag
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।