মেহাকের আইনজীবী রাজেশ নারায়ণদাস কাপুর পাকিস্তান থেকে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে জানিয়েছেন, যেহেতু আদালতের ভিতরে এবং বাইরে অনেক মৌলবী ভিড় জমিয়েছিলেন, তাই জ্যাকোবাবাদের দ্বিতীয় অতিরিক্ত বিচারক গুলাম আলি কানসারো মেহাকের বয়ান রেকর্ড করেছেন তাঁর নিজের চেম্বারে বসেই।
বৃহস্পতিবার আদালতে দাঁড়িয়ে মেহাক বলে, ২১ জানুয়ারি যে বয়ান সে রেকর্ড করে তা ভুল ছিল। ভুল করেই সেদিন সে জানিয়েছিল ইসলাম ধর্মকে সে আপন করেছে এবং নিজের মর্জিতেই আলি রাজাকে বিয়ে করেছে।
জ্যাকোবাবাদের এক ওষুধের দোকানের মালিক বিজয় কুমারের মেয়ে মেহাক। ১৫ জানুয়ারি তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং জোর করে বিয়ে দেওয়া হয় রাজার সঙ্গে। এতেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে। তাঁদের পাশে এসে দাঁড়ান বেশ কিছু উদারপন্থী মুসলিম সংগঠনও।
সূত্রঃ এইসময়
Very pathetic News. we should be united. Please visit pious Hindu blog here: VEDIC UPDATE
ReplyDelete