পন্ডিত মহেন্দ্র পাল আর্য্যের সংস্পর্শে সনাতন ধর্ম গ্রহন করলেন মুসলিম নারী - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Thursday, February 27, 2020

demo-image

পন্ডিত মহেন্দ্র পাল আর্য্যের সংস্পর্শে সনাতন ধর্ম গ্রহন করলেন মুসলিম নারী

পন্ডিত মহেন্দ্র পাল আর্য বর্তমানে হিন্দু সমাজের একজন অন্যতম পন্ডিত৷ তিনি বিভিন্ন মুসলিম স্কলার দের অনেক ডিবেটে হারানোর জন্য সবার কাছে সমাদৃত। এমন কি জাকির নায়েকের ২ শিষ্য উব্দি তার কাছে হেরেছেন।

সম্প্রতি , এই পন্ডিতজীর হাত ধরেই এক মুসলিম দিদি সনাতন ধর্ম গ্রহন করেছেন।মূলত বিয়ের মাধ্যমেই তিনি হিন্দু ধর্মে ফিরে এসেছেন।পাত্র মধ্য প্রদেশের এবং মুসলিম দিদি পশ্চিম বাংলার।
FB_IMG_1582821385733


সম্পূর্ন প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন পন্ডিতজী নিজে, সাথে ছিলেন তার বন্ধু এস কে বশিষ্ঠ,এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে ৩০ হাজারি আদালত প্রাংগনে।বৈদিক আচার মেনেই দিদিটিকে সনাতন ধর্ম ফেরানো হয়েছে।
FB_IMG_1582821382273



আপনাদের জানিয়ে রাখি,পন্ডিত মহেন্দ্র পাল আর্য নিজেও প্রায় ১৪ বছর মুসলিম ইমাম ছিলেন।কিন্ত সত্য সনাতন এর খোজ নিয়ে তিনি নিজে সনাতন ধর্মে ফিরে আসেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *