এই অ্যাপটি আপনাকে একাদশী মনে করিয়ে দিবে। - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Tuesday, January 14, 2020

এই অ্যাপটি আপনাকে একাদশী মনে করিয়ে দিবে।

APP রিভিউ: একাদশী রিমাইন্ডার
যারা নিয়মিত একাদশী করেন তাদের জন্য অনেক সময় একাদশী ভুলে যাওয়া খুব অস্বাভাবিক নয়। তাই তাদের জন্য একটি চমৎকার অ্যাপ। গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন। এটি সম্পূর্ণ ফ্রি। ডাউনলোড করার পর আপনি ইচ্চামতো ভাষা লোকেশন স্থানীয় সময় সেট করে নিতে পারবেন।এখানে বাংলা ইংলিশ হিন্দি সহ অনেক গুলো ভাষার অপসন আছে।  নিচের ছবিতে স্টেপ বাই  স্টেপ সেটিং দেখানো হলো। তাছাড়া শেষে একটি ভিডিও দিলাম। আরো ভালো ভাবে দেখে সেট আপ করে নিন। একাদশী আসলেই আগে থেকে আপনার মোবাইলই আপনাকে মনে করিয়ে দিবে।
 স্টেপ ১ : ডাউনলোড করার পর প্রথমে আপনাকে লোকেশন সেট করতে হবে। নিজ নিজ সিটি সেট করুন। ডে টাইম সেভিং অপশনে Yes বা No দিন। সাধারণতঃ বাংলাদেশ বা ভারতে ডে টাইম সেভিং লাগে না। কিন্তু বাইরের দেশে লাগে।  এরপর সেটিং ভাষা অপশনে গেলে এরকম দেখাবে।

 স্টে
প ২ : এরপর বাংলা সিলেক্ট করুন।

 স্টেপ ৩: এর পর ব্যাটারি অপটিমাইজড করতে চান কিনা এমন একটি অপসন আসবে। করতেও পারেন বা স্কিপ করতে পারেন।
স্টেপ  ৪: তার পর কয়দিন আগে আপনি রিমাইন্ডার চান এমন একটি অপসন আসবে। ১ দিন আগে সেট করা ভালো। 
 স্টেপ ৫:ইংলিশে এরকম দেখাবে। এখানে লোকেশন মায়াপুর, ইন্ডিয়া সেট করা আছে।

 অল ডান। আর একাদশী ভুলবেন না। নিচের ভিডিও দেখুন।
Video Courtesy:  Abhay Charan das

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box