৯২ বছরের বুড়িকে ধর্ষণ ও হত্যার দায়ে আমেরিকায় পাকিস্তানী যুবক গ্রেফতার। - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Wednesday, January 15, 2020

demo-image

৯২ বছরের বুড়িকে ধর্ষণ ও হত্যার দায়ে আমেরিকায় পাকিস্তানী যুবক গ্রেফতার।

রিয়াজ খান নামের ২১ বছরের একজন মুসলিম যুবককে গ্রেফতার করেছে আমেরিকার নিউ ইয়র্ক সিটি পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তিনি ৯২ বছর বয়স্ক মারিয়া ফুয়ের্তেস কে (Maria Fuertes) ধর্ষণের পর হত্যা করেন। কয়েক দিন আগে রাত ২ টার সময় মারিয়ার বাড়ির পাশে রাস্তায় এই ঘটনা ঘটে।  নিউ ইয়র্ক সিটির কুইন্স এলাকায় এই ঘটনা ঘটে যা মূলত অভিবাসী অধ্যুষিত । পুলিশ ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করেছে।
NEW-YORK
ধর্ষক রিয়াজ খান


 জানা যায় রিয়াজ খান একজন পাকিস্তানী মুসলিম যে কিনা অবৈধ্য ভাবে  আমেরিকায় বসবাস করছিলো। রিয়াজ খান কোর্টে তার  দোষ স্বীকার করেন। তবে তিনি বলেন, তিনি জোরপূর্বক ধর্ষণ করেন নি। তিনি বলেন,-  তিনি পড়ে (মারিয়ার উপর)  গিয়েছিলেন, তখন তার বেল্ট ছিড়ে গিয়ে প্যান্ট খুলে গিয়েছিলো। তখন তার পুরুষাঙ্গ মারিয়ার স্ত্রী লিঙ্গের মধ্যে ঢুকে যায় ! তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা  হয়েছে। তার  আজীবন জেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রিপোর্ট New York Post  এর। 

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *