১১ হিন্দুর মুসলিম হওয়ার ঘটনা সাজিয়ে ধরা খেলেন আজহারী, এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ! - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Saturday, January 25, 2020

demo-image

১১ হিন্দুর মুসলিম হওয়ার ঘটনা সাজিয়ে ধরা খেলেন আজহারী, এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ!


লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হাজীপুর পাটোয়ারী বাড়ি সংলগ্ন মাঠে গতকাল শুক্রবার (২৪) জানুয়ারী এ সময়ের জনপ্রিয় তাফসির কারী মিজানুর রহমান অাজহারীর মাহফিলে
একই পরিবারের ১১জনকে হিন্দু থেকে মুসলমান করা হয়। এলাকাবাসীর দাবী ওই পরিবার জন্মসূত্রে মুসলমান ছিল । মাহফিলে কালিমা পড়িয়ে মুসলমান হিসাবে দেখানোটা ছিল মাহফিল বাস্তবায়ন কমিটির একটি সাজানো নাটক । এতে এলাবাসীর মাঝে চরম ক্ষোভে সৃষ্টি হয়।
images%252845%2529


হিন্দু থেকে মুসলমান হিসেবে দেখানো পরিবারটির বাড়ি উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়নপুর অাঃ হাই ডাক্তার বাড়ির মনির হোসেন পিতা- মজিবুল হক, মাতা- ফাতেমা বেগম। বর্তমানে তার ২ মেয়ে জান্নাত, অায়েশা ও এক ছেলে অাঃ করিম হরিশ্চর মাদ্রাসায় ৫ম শ্রেনী ও ৪র্থ শ্রেনীতে লেখা পড়া করে। মনিরের মা ফাতেমা বেগম ইঝাপুর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, মনিরের এক মেয়ে চন্ডীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসায় কাজ করে। মনির তার এক মেয়ে মরিয়মকে ভাগিনা পারভেজের কাছে বিয়ে দিয়েছে সে ঘরে মনিরের নাতির নাম করিম।
FB_IMG_1579963289678


মাহফিলে মনির হোসেন কে শঙ্কর অধিকারী, জান্নাত কে শ্যামলী, অায়েশাকে সুমা, মরিয়ম কে মিতালী, অাঃ করিমকে রাজা এভাবে সবাই দেখানো ও রাখা হয়েছে।
সূত্রে জানা যায়, মাহফিল বাস্তবায়ন কমিটির সাথে জড়িত কয়েকজন অসাধু লোক ও মনির হোসেন হিন্দু থেকে মুসলমান হওয়ার নাটক সাজিয়ে মুসলমানদের মানবিক দূর্বলতা কাজে লাগিয়ে সহযোগিতা নেওয়ার জন্য এ নাটক সাজায়।  কেউ কেউ এ ঘটনাকে মিজানুর রহমান অাজহারী ও অামির হামযার জনপ্রিয়তা নষ্ট করার জন্য ষড়যন্ত্র হিসাবে মন্তব্য করেন।



অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *