ভারতের কোচবিহারে এবছর বেশ কিছু ধর্মান্তরের ঘটনা সামনে এসেছে। তবে এর মধ্য কিছুকাল আগেই নতুন একটি খবর এসেছে যার মাধ্যমে জানা যায় যে তিন মুসলিম মহিলা স্বেচ্ছায় ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহন করেছে।তারা হলেন দীপা খাতুন,শিল্পা সুলতানা,শোভা বেগম।সনাতন ধর্ম গ্রহনের পর তাদের নতুন নাম কি হবে সেই বিষয়ে এখনো স্পষ্ট কিছু বলা হয় নি,তবে জানা যায় হয়ত তাদের আগের নাম ই বহাল রেখে শুধুমাত্র টাইটেল পরিবর্তন করা হতে পারে।
আরো দেখুনঃ বেদ পড়ে মসজিদের ইমাম এখন হিন্দু পন্ডিত !
এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন সিংহবাহিনীর সভাপতি দেবদত্ত মাঝি ও সদস্যবৃন্দ রা। এছাড়াও হিন্দু সংহতির লোকেরাও সাথে ছিলেন। UHC পেইজের পক্ষ থেকে তাদের অভিনন্দন আলোর পথে ফিরে আসার জন্য।
courtesy:debdutta majhi
আরো দেখুনঃ বেদ পড়ে মসজিদের ইমাম এখন হিন্দু পন্ডিত !
এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন সিংহবাহিনীর সভাপতি দেবদত্ত মাঝি ও সদস্যবৃন্দ রা। এছাড়াও হিন্দু সংহতির লোকেরাও সাথে ছিলেন। UHC পেইজের পক্ষ থেকে তাদের অভিনন্দন আলোর পথে ফিরে আসার জন্য।
courtesy:debdutta majhi




No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।