ইরাকে পাওয়া গেল রামের মূর্তি - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Thursday, December 12, 2019

ইরাকে পাওয়া গেল রামের মূর্তি


পৃথিবীর অনেক দেশের মতো ইরাকের আছে একটি সনাতনী অতীত।
ইরাকের হোরেন শেখান অঞ্চলের দারবান্দ-ই-বেলুলা ক্লিফে একটি পাথরের গায়ে খোদায় করা আছে মূর্তি। ভারতের অযোধ্যা সোধ সংগঠনের বিশ্বাস সেই মূর্তিটি আসলে রামের। সেটি নিশ্চিত হওয়ার জন্য সম্প্রতি ইরাকে যায় ভারতের একটি প্রতিনিধিদল।

জানা গেছে, আনুমানিক দুই হাজার খ্রিস্টপূর্বে ওই মূর্তিটি খোদাই করা হয়। সেটি দেখে বোঝা যাচ্ছে, এক রাজা হাতে তীর-ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। আর তার কোমরে ভোজালি এবং তার পায়ের কাছে হাত জোড় করে বসে আছে কোনো এক প্রাণী। অযোধ্যা সোধ সংগঠনের পরিচালকের মতে, ওই প্রাণীটি প্রবল বলশালী হনুমান।

ইরাকে যাওয়া ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্বে ছিলেন ইরাকে নিযুক্ত ভারতীর রাষ্ট্রদূত প্রদীপ সিং রাজপুরোহিত। এছাড়া সেখানকার দূতাবাসের ভারতীয় কূটনীতিবিদ চন্দ্রমৌলি করণ, সুলেইমানিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদরা এবং কুর্দিস্তানের ইরাকি রাজ্যপাল।

তবে ওই মূর্তিটি রামের বলে মানতে নারাজ ইরাকের ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিকরা। তাদের মতে, সেটি ইরানের পাহাড়ি প্রজাতিদের রাজা তারদুন্নির মূর্তি।তবে কোনপক্ষ এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।রামের মূর্তি কিনা নিশ্চিত হতে ভারত সেখানে আবার প্রত্নতাত্বিক দল পাঠাবে বলে ধারণা করা হচ্ছে।

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box