ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট সেক্রেটারি ৫২ বছরের অলোক শর্মা এই নিয়ে চতুর্থবার জয়লাভ করেছেন পশ্চিম রিডিং থেকে।
অন্যদিকে ইনফোসিস প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির জামাই ৩৯ বছরের ঋষি সুনাক এই নিয়ে তৃতীয়বার নির্বাচনে জয়লাভ করলেন রিচমন্ড, ইয়র্কশায়ার থেকে।
সাধারণত হাউস অফ কমনস এবং হাউস অফ লর্ডস-এর সাংসদরা ব্রিটিশ রাজা/রানির প্রতি তাঁদের নিষ্ঠা ব্যাক্ত করে শপথ নেন। তবে কোনও নির্বাচিত প্রার্থী যদি কোনও ধর্মীয় বই হাতে নিয়ে শপথ গ্রহণ করতে চান, তাহলে সংসদের তরফে তা দেওয়া হয়।
তবে এই প্রথমবার ব্রিটিশ পার্লামেন্টে এত হিন্দুদের বড় বড় পদে আসীন করা হয়েছে বলে ধরা হচ্ছে।উদাহরন স্বরূপ প্রীতি প্যাটেল
Secretary of State for the Home Department এ অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়াও আরো অনেক হিন্দু এমপি ইলেক্টেড হয়েছেন ব্রিটিশ ইলেকশনে৷ বরিস জনসন যে হিন্দুদের প্রতি বেশ ভালোভাবেই অনুগত সেটা তার মন্ত্রী সিলেকশন থেকে ভালোভাবেই অনুমান করা যায়।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।