গীতা হাতে শপথ নিলেন বরিস জনসনের কনজারভেটিভ পার্টির হিন্দু মন্ত্রীরা - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Wednesday, December 18, 2019

demo-image

গীতা হাতে শপথ নিলেন বরিস জনসনের কনজারভেটিভ পার্টির হিন্দু মন্ত্রীরা

এই মংগলবার  হাউস অফ কমনস-এর নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কেবিনেট মন্ত্রী অলোক শর্মা এবং ট্রেজারি বিভাগে প্রধান সচিব ঋষি সুনাক। আর তাঁরা শপথ নিলেন খাঁটি ভারতীয় রীতি মেনে, হাতে ভগবত গীতা ধরে। সাম্প্রতিক সময়ে ব্রিটিশ সংসদে যেভাবে বৈচিত্র বৃদ্ধি পেয়েছে, এই ঘটনা তারই উদাহরণ।

ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট সেক্রেটারি ৫২ বছরের অলোক শর্মা এই নিয়ে চতুর্থবার জয়লাভ করেছেন পশ্চিম রিডিং থেকে।
অন্যদিকে ইনফোসিস প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তির জামাই ৩৯ বছরের ঋষি সুনাক এই নিয়ে তৃতীয়বার নির্বাচনে জয়লাভ করলেন রিচমন্ড, ইয়র্কশায়ার থেকে।
imgonline-com-ua-twotoone-W4zRjPK8l5QOlQD9



সাধারণত হাউস অফ কমনস এবং হাউস অফ লর্ডস-এর সাংসদরা ব্রিটিশ রাজা/রানির প্রতি তাঁদের নিষ্ঠা ব্যাক্ত করে শপথ নেন। তবে কোনও নির্বাচিত প্রার্থী যদি কোনও ধর্মীয় বই হাতে নিয়ে শপথ গ্রহণ করতে চান, তাহলে সংসদের তরফে তা দেওয়া হয়।
তবে এই প্রথমবার ব্রিটিশ পার্লামেন্টে এত হিন্দুদের বড় বড় পদে আসীন করা হয়েছে বলে ধরা হচ্ছে।উদাহরন স্বরূপ প্রীতি প্যাটেল
Secretary of State for the Home Department এ অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়াও আরো অনেক হিন্দু এমপি ইলেক্টেড হয়েছেন ব্রিটিশ ইলেকশনে৷ বরিস জনসন যে হিন্দুদের প্রতি বেশ ভালোভাবেই অনুগত সেটা তার মন্ত্রী সিলেকশন থেকে ভালোভাবেই অনুমান করা যায়।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *