নুসরাত জাহানের এলাকাতেই সনাতন ধর্ম গ্রহন করলেন মুসলিম শিক্ষিকা - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Sunday, December 22, 2019

demo-image

নুসরাত জাহানের এলাকাতেই সনাতন ধর্ম গ্রহন করলেন মুসলিম শিক্ষিকা

কিছুদিন আগেই নুসরাত জাহানের ঘটনা বেশ  তোলপাড় করে দিয়েছিল। তবে এর ই মাঝে আরেকজনের খবর বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
FB_IMG_15770036558845531

 আরো দেখুনঃ হিন্দু ধর্ম গ্রহণ করে কণ্ঠশিল্পী শাকিলা জাফর এখন শাকিলা শর্মা
ঘটনাটি পশ্চিমবংগের দুর্গাপুরের এলাকার অন্তর্গত।ইনি সারুজিনি নাইডু কলেজের শিক্ষিকা সাহানারা খাতুন। কিছুকাল আগেই তিনি একি কলেজের শিক্ষক সৌমিক দাসের সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে যান। যার ফলস্বরুপ তিনি সৌমিক কে বিয়ে করেন ও সনাতন ধর্ম গ্রহন করেন।
FB_IMG_15770030242974328

যদিও নাম পরিবর্তনের পর নতুন নাম কি হবে সেই ব্যাপারে কোন খবর পাওয়া যায় নি। কারন এরি মাঝে সাহানারার পরিবার তাকে কিডন্যাপ করে যায় যাতে সে সৌমিক কে বিয়ে করতে না পারে। কিন্ত সিংহ বাহিনীর প্রগাড় প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয় এবং নিজ ইচ্ছায় ও সকলের সামনে এবং বিশেষ করে নিজ পরিবারের ভয়ানক রুপ দেখে সাহানারা খাতুন হিন্দু ধর্ম গ্রহন করেন।বলা বাহুল্য এই এলাকার ই সাংসদ নুসরাত জাহান যিনি নিখিল জৈন কে বিয়ে করে সনাতন তথা হিন্দু ধর্ম গ্রহন করেন।

আরো দেখুনঃ  কুম্ভমেলায় এসে ২৫০০ বিদেশীর হিন্দু ধর্ম গ্রহণ
শ্রী দেবদত্ত মাঝি
  সিংহবাহিনী প্রধান

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *