"আমি ইসলাম নিয়েছি,আমি নিজেই জানিনা" আইটি সেলে মামলার তাগিদ নেটিজেনদের - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Monday, December 9, 2019

"আমি ইসলাম নিয়েছি,আমি নিজেই জানিনা" আইটি সেলে মামলার তাগিদ নেটিজেনদের

'মক্কা মদিনা' নামে একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করে দাবি করা হয়, ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়াম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ওই ভিডিয়োর যে ভয়েস ওভার ব্যবহার করা হয়েছে, তার পুরোটাই বাংলার কথোপকথন। এমনকী যে লেখা তাতে রয়েছে, সেগুলিও বাংলাতেই।


তাতে লেখা হয়েছে, কেন মহাকাশ থেকে ফিরেই সুনীতা উইলিয়াম ইসলাম ধর্ম গ্রহণ করলেন?

ভিডিয়োয় যে ভয়েস ওভার দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, 'মহাকাশে যাওয়ার পথে সুনীতা উইলিয়াম যখন পৃথিবীপৃষ্ঠ থেকে ২৪০ মাইল ওপরে অবস্থান করছিলেন, তখন তিনি পৃথিবীতে দুটি তারা দেখতে পান। এরপর টেলিস্কোপ নিয়ে যখন তিনি তা দেখেন, তখন দেখতে পান তার একটি মক্কায় অবস্থিত, একটি মদিনা। তখনই সুনীতা উইলিয়াম অভিভূত হয়ে ফিরে এসে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। এরপর তিনি তা নেনও।'

দেখুন তার সেই ভিডিও


ইতোমধ্যে ভিডিয়োটি ১১০০০ বার শেয়ার হয়েছে।

সত্য
এই ভিডিয়োতে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তাঁর বাবা-মা উভয়ই হিন্দু বলে যে দাবি করা হয়েছে, তাও ঠিক নয়। কারণ তাঁর বাবা হিন্দু হলেও মা খ্রিষ্টান।

তিন বছর আগেও এধরণেরই একটি ফেক খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল।

তথ্য যাচাই ও প্রক্রিয়া
গুগলে 'সুনীতা উইলিয়ামস ইসলাম' লিখে সার্চ করাতে আমরা টাইমস গ্রুপের নবভারতটাইমস.কম -এর 'সত্যখোঁজি'র একটি রিপোর্ট পাই, যা ২০১৬ সালে প্রকাশিত। সেখানেই এই ফেক খবরের পর্দাফাঁস প্রথম করা হয়।

এছাড়াও ২০১০ সালের ২৭ অক্টোবর 'cnTraveller'-এ প্রকাশিত সুনীতা উইলিয়ামের একটি ইন্টারভিউ প্রকাশিত হয়। যাতে উঠে আসে এই ইসলাম গ্রহণ প্রসঙ্গ।

সেখানে সুনীতা বলেন, 'আমি জানি না, কোথা থেকে এই ভিত্তিহীন খবর ছড়ানো হল।ইসলাম নিয়েছি,সেটা আমি নিজেই জানি না। তাছাড়া, আমার বাবা হিন্দু। আমি ভগবান কৃষ্ণ, রাম ও সীতার কাহিনী শুনতে শুনতে বড় হয়েছে। আমার মা খ্রিষ্টান, আমি যীশুকেও বুঝতে পারি।'

নাসার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ীও, সুনীতার বাবার নাম দীপক পান্ড ও মায়ের নাম বাণী পান্ড।

এনডিটিভি-কে ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি দেওয়া ইন্টারভিউতে সুনীতা বলেন, তিনি ভগবান গনেশ-এর ওপর আস্থা রাখেন, সৌভাগ্যের প্রতীক বলে মানেন। মহাকাশে গীতা পড়ার কথাও তিনি জানান। ২০১৩ সালে ইন্ডিয়া টিভি-কে দেওয়া ইন্টারভিউতেও তিনি মহাকাশে গীতা ও উপনিষদ পড়ার বিষয়টি বলেন।


নেটিজেন রা এই খবর শোনার পর মক্কা মদিনা সহ বিভিন্ন ইসলামিক পেইজ যারা এরকম ফেইক নিউজ ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে,অনেকে আইটি বিভাগে মামলার সিদ্ধান্ত ও নিবে বলে শোনা গিয়েছে। যদিও সুনীতা উইলিয়ামস কিংবা তার পরিবার এই ব্যাপারে মুখ খুলেননি এখনো।


Main news:eisamay, indiatimes,ANI

UHC blog

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box