উল্টোডাঙা মহিলা থানায় অভিযোগ জানায় মেয়েটির বাবা। অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই মস্তানকে গ্রেপ্তার করে উল্টোডাঙা মহিলা থানার পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে (Protection of Children from Sexual Offences Act) মামলা রুজু হয়। উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ আর মেয়েটির মেডিকেল রিপোর্ট-সহ চার্জশিটও জমা দেওয়া হয় দ্রুতই।
গত ১৮ ডিসেম্বর সেই কেসেরই রায় বেরিয়েছে। মস্তানের ৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক। সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ বাড়বে আরও ৬ মাস।
Hindu samhati
All Muslims in India should be thrown out
ReplyDelete