মুসলিম কর্তৃক হিন্দু মেয়ে ধর্ষনের হার যেন কমছেই না,তবুও এই রায় যেন স্বস্তির বৃষ্টি - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Friday, December 27, 2019

demo-image

মুসলিম কর্তৃক হিন্দু মেয়ে ধর্ষনের হার যেন কমছেই না,তবুও এই রায় যেন স্বস্তির বৃষ্টি

স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে ক্যানাল ওয়েস্ট রোডের পাশে একটি ঝুপড়িতে থাকতেন একপরিবার । ১৫ অক্টবর, রাত্রে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ঘরের ভিতরে ঘুমোচ্ছিলেন বাবা। স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রচন্ড গরমেরে কারনে ঘরের বাইরে ফুটপাতের ওপরেই শুয়ে ছিল বড় ছেলে। গভীর রাতে নাবালিকা ছোট মেয়ে ( বয়েস ৭ বছরের) বাইরে বেরিয়ে এসে ফুটপাতে তার দাদার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। সেই ফুটপাতেই শুয়ে ছিল মহঃ মুস্তাকিন ওরফে মস্তান। ছোট মেয়েটি এসে ফুটপাতে শুয়েছে, সেটা লক্ষ্য করেছিল সে। রাত ৩টে নাগাদ হঠাৎই নাবালিকা মেয়েটির মুখ চেপে ধরে খালের পাশে একটি গাছের তলায় নিয়ে আসে মস্তান। মেয়েটির ১২ বছরের দাদা তখন গভীর ঘুমে অচেতন, টের পায়নি কিছুই। মেয়েটির মুখ চেপে ধরেই যৌন হেনস্থা করতে শুরু করেছিল মস্তান। কিন্তু কোনওভাবে চিৎকার করে কেঁদে ওঠে ছোট্ট মেয়েটি। সেই চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন লোকজন। লোক আসতে দেখে মেয়েটিকে ফেলে পালিয়ে যায় মস্তান।


md-mustakin


উল্টোডাঙা মহিলা থানায় অভিযোগ জানায় মেয়েটির বাবা। অভিযোগ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই মস্তানকে গ্রেপ্তার করে উল্টোডাঙা মহিলা থানার পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে (Protection of Children from Sexual Offences Act) মামলা রুজু হয়। উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ আর মেয়েটির মেডিকেল রিপোর্ট-সহ চার্জশিটও জমা দেওয়া হয় দ্রুতই।

গত ১৮ ডিসেম্বর সেই কেসেরই রায় বেরিয়েছে। মস্তানের ৫ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক। সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের মেয়াদ বাড়বে আরও ৬ মাস।

Hindu samhati

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *