রাশিয়ায় হিন্দু মন্দির ভেঙ্গে ধুলার সাথে মিশিয়ে দেয়া হলো ! - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Saturday, June 29, 2019

রাশিয়ায় হিন্দু মন্দির ভেঙ্গে ধুলার সাথে মিশিয়ে দেয়া হলো !

ধ্বংসের পূর্বে দিব্যলোক মন্দির,নিজহনী নোভগোরোড, ভলগা,রাশিয়া !

আমরা ইন্টারনেটে রাশিয়ান হিন্দুদের ভক্তি দেখে আল্পুত হই। যখন দেখি রাশিয়ার রাস্তায় হরিনামের দৃশ্য তখন ভাবি কতনা সুখে আছে তারা।  কিন্তু তাদের এই পথ যতটা সোজা মনে করা হয় ততটা সোজা নয়।সমগ্র রাশিয়ায় এখন প্রায় তিন লক্ষ হিন্দুর বাস এবং তা ক্রমবর্ধমান ভাবে বাড়ছে। কিন্তু সেখানে কেন কোন বড় ধরণের স্থায়ী হিন্দু মন্দির নেই ? কেন রাশিয়ার একমাত্র হিন্দু মন্দিরকে ভেঙ্গে ধূলায় মিশিয়ে দেয়া হলো ? এসব প্রশ্নের
কোন উত্তর নেই। কিন্তু এটাই সত্যি যে রাশিয়ার হিন্দুরা
সেখানকার সরকার ও জনগণ দ্বারা ভীষণ অত্যাচারিত।
 দিব্যলোক মন্দির (Divya Loka monastery) ধ্বংশ: রাশিয়ার ভলগা অঞ্চলের নিজহনী নোভগোরোড (Nizhny Novgorod) শহরে দিব্যলোক মন্দির মন্দিরটি তৈরী করা হয়। ২০০১ সালে রাশিয়ান হিন্দু স্বামী বিষ্ণুদেবনান্দ গিরি (Swami Vishnudevananda Giri)! এই মন্দিরটি রাশিয়া এবং ইউরোপে হিন্দু ধর্ম প্রচারে কেন্দ্র ভূমিতে পরিণত হয়। মন্দিরের সৌন্দর্য্য ও কর্মপ্রণালী দেখে অনেক রাশিয়ান হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন। ২০১০ সালে স্থানীয় অর্থোডোক্স ক্রিস্টিয়ানরা (গোড়া/ মৌলবাদী ক্রিস্টিয়ান) মন্দিরটিকে ভাঙ্গার টার্গেট করে। ২০১৬ সালে অর্থোডোক্স ক্রিস্টিয়ানরা মন্দিরটি ভেংগে ধুলায় মিশিয়ে দেয়। পুতিন সরকার এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। বগবৎ শাহ, যিনি একজন রাশিয়ান হিন্দু তিনি বলছিলেন পুতিন সরকার ক্ষমতা আঁকড়ে রাখার জন্য মৌলবাদী  অর্থোডোক্স ক্রিস্টিয়ানদের ব্যবহার করছে। আর তারা সেই সুযোগে হিন্দুদের সহায় সম্পত্তি লুট করছে। উল্লেখ্য শ্রী  বগবৎ শাহ রাশিয়ান ভাষায় হিন্দু ধর্মের উপর ৮০০ এর বেশি আর্টিকেল লিখেছেন।

অর্থোডোক্স ক্রিস্টিয়ানরা  দিব্যলোক মন্দিরটি ধ্বংস করে
দুঃখজনক হলেও সত্য এই খবরটি উপমহাদেশের কোন বাংলা পত্রিকায় আজো স্থান পায়নি।অথচ প্রতিদিন বাবরি কান্ড ফলাও করে প্রচার করা হয়।
বিস্তারিত জানতে দেখুন : Times Of India
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
ইউটিউবে মন্দিরটি ভাঙার দৃশ্য দেখুন।
বিস্তারিত জানতে দেখুন : Russia Beyond

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box