![]() |
Photo: বাংলা ভিশন |
Thursday, May 2, 2019

Home
UHC নিউজ
বাংলাদেশ
হিন্দু একতা
হিন্দু নির্যাতন
কারাগারে বন্দী অবস্থায় হিন্দু অ্যাডভোকেট কে পুড়িয়ে হত্যা !
কারাগারে বন্দী অবস্থায় হিন্দু অ্যাডভোকেট কে পুড়িয়ে হত্যা !
বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে কারাগারে বন্ধী অবস্থায় এক আসামীকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আসামির নাম অ্যাডভোকেট পলাশ কুমার রায়। তিনি পেশায় একজন আইনজীবী। পলাশ কুমারের মা মীরা রানী রায়ের অভিযোগ ,সু-পরিকল্পিত ভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে তার ছেলেকে। বাংলাদেশের একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন তাদের অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রকাশ করেছে।
ঢাকা থেকে বাংলাভিশনের সাংবাদিক স এম ফয়েজ জানান, এবার কারাগারে বন্দী অবস্থায় এক আসামীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। অ্যাডভোকেট পলাশ কুমার রায়কে মিথ্যা মামলায় জড়িয়ে পঞ্চগড় জেলা কারাগারে নিয়ে হত্যা করা হয়েছে। এমন অভিযোগ করেছেন তার পরিবারের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মৃত্যু আগে এভাবে অ্যাডভোকেট পলাশ কুমার তার হত্যার বর্ণণা দিয়েছেন। এমন দাবি করেছেন তার পরিবার। পলাশ কুমারের মা মীরা রানী রায়ের অভিযোগ ,সু-পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে তার ছেলেকে।
পলাশ কুমার রায় বাংলাদেশ হিন্দু মহাজোটের প্রতিষ্ঠা সম্পাদক ছিলেন। বাংলাদেশ হিন্দু মহাজোট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। গত ২৫ মার্চ তাকে আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানো হয়েছিলো। ২৬ এপ্রিল কারাগারের অভ্যন্তরে পলাশ কুমার রায়কে
অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং পরে
তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র
জানায়, গত ২৫ মার্চ দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তার
বিরুদ্ধে কোহিনুর কেমিক্যাল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের করা মামলা
প্রত্যাহার দাবিতে পরিবারের লোকজন নিয়ে অনশন শুরু করেন পলাশ কুমার রায়। পরে
সেখান থেকে উঠে তারা জেলা শহরের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে এসে
মানববন্ধন শুরু করেন।ওইদিন বিকেলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে
স্থানীয় রাজিব রানা নামের এক যুবক তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ওই
দিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশে হিন্দু নির্যাতনের পরিমান অসহনীয় হারে বেড়েছে।
Tags
# UHC নিউজ
# বাংলাদেশ
# হিন্দু একতা
# হিন্দু নির্যাতন
Share This

About UHC Report
হিন্দু নির্যাতন
Tags:
UHC নিউজ,
বাংলাদেশ,
হিন্দু একতা,
হিন্দু নির্যাতন
Subscribe to:
Post Comments (Atom)
অন্যান্য
Post Bottom Ad
Author Details
সত্য ও সঠিক ইনফর্মেশনে সম্মৃদ্ধ একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম।বিশ্বব্যাপী হিন্দুর গৌরব তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।