জার্সি বিতর্ক: পাকিস্তানের মতো জার্সি হওয়ায় কি সাকিব আসেননি ফটোসেশনে? - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Tuesday, April 30, 2019

demo-image

জার্সি বিতর্ক: পাকিস্তানের মতো জার্সি হওয়ায় কি সাকিব আসেননি ফটোসেশনে?

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের  বিশ্বকাপের জার্সি সোমবার আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হয়েছে। ঐ ফটোসেশনে অনুপস্থিত ছিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডের সাকিব আল হাসান। এদিকে নতুন  জার্সি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে। অনেকে জার্সি পাকিস্তানের মতো বলেছেন।অনেকেই বলেছেন আয়ারল্যান্ডের মতো।লাল রঙের জার্সিটিকে অনেকে বলছেন জিম্বাবুয়ের মতো।তবে বেশির ভাগ মানুষ এটাকে পাকিস্তানের জার্সির মতো বলছেন।
58570594_2307469612854173_5284063011177234432_o
Photo: BCB

 অনেক ভক্ত এই জার্সিকে দেশের শহীদদের প্রতি অবমাননা হিসেবে দেখছেন। বিবিসি বাংলা, বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল পেইজ, প্রথম আলো এমনকি ক্রিকইনফো ওয়েবসাইটে শতশত ভক্ত লিখেছেন: "বেস্ট লাক পাকিস্তান ফ্রম বাংলাদেশ"। বিবিসি কমেন্ট বক্সে প্রকাশ্যেই অসন্তুষ্টির কথা প্রকাশ করেছেন ভক্তরা।মাহমুদুল হাসান নামের এক ভক্ত এই জার্সিকে ১০ এ ২ রেটিং দিয়েছেন।'এ জার্সির ডিজাইনার কে, আর অনুমোদনই বা করলো কে???? সবুজ জমিনে লাল বাদ কেন???? পাকিস্তানি জার্সির আদলে আমাদের জার্সি কেন," এভাবে বাংলাদেশের ক্রিকেট দলের জার্সি নিয়ে ক্ষোভের কথা জানান এক ভক্ত ওবাইদুল ইসলাম।
সবুজের আধিক্য, অনেকেই বলছেন লাল রঙ নেই কেনো, বিসিবি অ্যাওয়ে জার্সি পুরোটা লাল রঙের করেছে।সৈয়দা মৌ জান্নাত, বিবিসি বাংলাকে বলেন, জাসির্টি দেখে তিনি ভেবেছিলেন এটা পাকিস্তানের জার্সি।
"আমার দেখেই মনে হয়েছে এটা পাকিস্তানের জার্সি, আবার দেখলাম একই কথা মনে হয়েছে এবং আমার মন খারাপ হয়েছে, পুরোই সবুজটা বেশি চোখে লেগেছে।"
Screenshot+%252854%2529
Photo: Cricinfo

এদিকে জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব না থাকায় বাংলাদেশে ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান হতাশা ব্যক্ত করেন এভাবেঃ আইপিএলের কারণে দেশের বিশ্বকাপ ক্যাম্পে ছিলেন না, এখন ফটোসেশনেও কেন নেই। জানতে চাইলে একরকম অসহায়ত্ব মাখা মেজাজ নিয়ে অসন্তুষ জানালেন নাজমুল, “দুঃখজনক। আর কি বলব। এটা দলের ফটোসেশন ছিল। আমি এসেই যখন ঢুকছি তখন ফোন করেছিলাম সাকিবকে। কোথায় তুমি, বলল ‘আমি তো চলে এসেছি। আপনার বাসায় আসব রাত্রে। আমি বললাম 'এখনি তো দেখা হওয়ার কথা’। সে বলল ‘আমি তো বেরিয়ে গিয়েছি’। আমি এসে জিজ্ঞেস করে জানলাম যে ওকে আগেই জানানো হয়েছিল যে আজ ফটোসেশন। জাতীয় দল যাচ্ছে, একসঙ্গে ফটোসেশন। সবাই থাকবে। আশা করেছিলাম সে থাকবে, কিন্তু সে নাই।”
Screenshot+%252853%2529
Photo: BCB

কিন্তু প্রশ্ন হচ্ছে সাকিব কেন অনুপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ? ঘটনা এনালাইসিস করলে দেখা যাচ্ছে তিনি সম্ভাবত আইপিএল থেকে দেশে ফিরেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু কেন তিনি অনুষ্ঠানে যোগ দেন নি ? তাহলে কি বাংলাদেশের জার্সি পাকিস্তানের মতো হওয়ায় এই অনুষ্ঠান বয়কট করেছেন সাকিব ? এর উত্তর একমাত্র সাকিবই জানেন। কিন্তু ঘটনা দেখেই তাই মনে হচ্ছে। আর সাকিব বরাবরই দেশ প্রেমিক।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *