অষ্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Monday, April 15, 2019

demo-image

অষ্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

মাত্র কয়দিন বাকি বিশ্বকাপ ক্রিকেটের। এ বছরের ৩০শে মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপের এই আসর। জুলাই মাসের  ১৪ তারিখ লর্ডসে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেই   আসরের জন্য অষ্ট্রেলিয়া ১৫ সদস্যের নাম ঘোষণা করেছে। অষ্ট্রেলিয়া এ পর্যন্ত সর্বোচ্চ ৫ বার বিশ্বকাপ জয় করেছে।
অষ্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড  ২০১৯ :

57133846_10156187383092555_3291374369686683648_o
Photo: ESPN Cricinfo


১।  আরন ফিঞ্চ (ক্যাপ্টেন )
২।  ডেভিড ওয়ার্নার,
৩।  উসমান খাজা
৪।  স্টিভেন  স্মিথ
৫।  শোন মার্শ
৬। গ্লেন ম্যাক্সওয়েল
৭।   মার্কাস স্ট্যানিস
৮।   আলেক্স ক্যারে (উইকেট কিপার )
৯।  প্যাট কামিন্স
১০। মিশেল স্টার্চ
১১। নাথান কোল্টার-নীল
১২। জয় রিচার্ডসন
১৩।  জেসন বেরেনডোর্ফ
১৪। আডাম জাম্পা
১৫।  নাথান লিওন
সম্ভবনাময় ক্রিকেটার এস্টন টার্নার বাদ পড়েছেন বিশ্বকাপ দল থেকে। কেমন হয়েছে অস্ট্রেলীয় দল ?

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *