ঘুরে আসুন মাহে নগরী : আফ্রিকার মিনি ইন্ডিয়া ! - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Sunday, April 14, 2019

ঘুরে আসুন মাহে নগরী : আফ্রিকার মিনি ইন্ডিয়া !

ছবিটা দেখেই প্রথমে আপনি ধারণা করে ফেলেছেন এটি তামিল নাড়ুর কোন মন্দির অথবা সিঙ্গাপুরের শ্রী মেরিয়াম্মান মন্দির ! যদিও মন্দিরের কারুকার্য একই মন্দিরটি মোটেই এর কোনটা নয় । মন্দিরটি নাম নাভাসকঠি বিনায়াগার  মন্দির (Navasakthi Vinayagar temple)! নাম শুনে আপনি হয়তো আরো ঘোরের মধ্যে ডুবেছেন। এবার ধরেই নিয়েছেন এটি সাউথ ইন্ডিয়ার কোন মন্দির হবে।বস্তুতঃ পৃথিবীর ওপর এক প্রান্তে আফ্রিকা মহাদেশে অবস্থিত ! ভারত মহাসাগরের ওপর প্রান্তে অবস্থিত সেয়েছেলেস (Seychelles) নামক একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্রে মন্দিরটি অবস্থিত। রাজধানী ভিক্টোরিয়ার অদূরে মাহে (Mahe) শহরে মন্দিরটি অবস্থিত। মাহে সিটি হিন্দু অধ্যুষিত একটি দ্বীপের শহরবলতে পারেন সৌন্দর্য্যের শহর। 

এখানে ইন্ডিয়ান অধ্যুষিত হওয়ায় এটি লিটল ইন্ডিয়া নামেও পরিচিত।  বলিউড থেকে হলিউড এমনকি সব রাজা-রানীদের আমোদ-প্রমোদের শহর। সারা বছর তাপমাত্রা থাকে ২৪ - ৩২ ডিগ্ৰী সেলসিয়াসের মধ্যে। দ্বীপ-সাগরের ঢেউ- সমূদ্র সৈকত সব মিলিয়ে এক স্বপ্নের দেশ সেয়েছেলেস(Seychelles)!ইসলামী বিশ্বে হিন্দুর সংখ্যা কমলেও ক্রিস্টিয়ান মেজরিটি সেয়েছেলেস হিন্দুর সংখ্যা বাড়ছে। ২০০১ সালের জনগণনা মতে

সেখানে ২.১% হিন্দু ছিল যা দেশের বৃহত্তম সংখ্যালঘু গোষ্ঠী। ২০১০ সালে হিন্দু জনসংখ্যা বেড়ে হয়েছে ২.৪%. এখানকার হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান টাইপ্পোসম কবাডি তে (Taippoosam Kavadi)সরকারি ছুটি থাকে। অন্যান্য ধর্মীয় উৎসবের মধ্যে কুম্ভ মেলা খুব জাকজমকের সাথে পালিত হয়। দেশের হিন্দুদের মধ্যে তামিল হিন্দুরা মেজরিটি। ইতিহাস থেকে জানা যায় দক্ষিণ ভারতীয় হিন্দুরা ভারত মহাসাগর পাড়ি দিয়ে সেখানে বসতি স্থাপন করেন। বিস্তারিত দেখুনঃ

 সেয়েছেলেস হিন্দু কভিল সংগাম (Seychelles Hindu Kovil Sangam) নামক সংগঠনটি হিন্দুদের সবচেয়ে বড় সংগঠন।সংগঠনটি হিন্দুদের উৎসব বা অধিকার বিষয়াদি মনিটরিং করে। ১৭ থেকে ১৮ শতকের প্রথম দিকে তামিলরা সেখানে বসতি স্থাপন করেন। ১৯০১ সালে দেশটির মোট ২০ হাজার জনসংখ্যার সাড়ে তিন হাজার ছিল তামিল যা বেড়ে আজ সবচেয়ে বড় সংখ্যালঘু জনসংখ্যায় পরিণত হয়েছে। প্রতিবেশী রিইউনিয়ন, মরিশাস ও দক্ষিণ আফ্রিকা থেকে হিন্দুরা ওখানে ব্যাপক হারে বসতি স্থাপন করে। অরুল্মিগা নাভাসকঠি বিনায়াগার মন্দির (Arulmigu Navasakti Vinayagar Temple) হচ্ছে দেশের সবচেয়ে বড় মন্দির। কবাডি উৎসবের সময় রাজধানী ভিক্টোরিয়া সেজে ওঠে এক নতুন সাজে।


           Video: Indian Festival In Seychelles 2014




 কবাডি উৎসবে মহিলাদের একাংশ !
সৌন্দর্যের লীলাভূমি হওয়ায় অনেক বলিউড মুভির শুটিং হয় সেয়েছেলেস এ।

Rocky Handsome মুভির শ্যুটিং এ সেয়েছেলেসেতে জন আব্রাহাম ও শ্রুতি হাসান
ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে সময়ের জনপ্রিয় শ্রদ্ধা কাপুর পর্যন্ত অবকাশ যাপনের জন্য বেছে নেন সেয়েছেলেসকে।
সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত সেয়েছেলেস।

কচ্ছপ প্রেমীদের জন্য সুখবর সেয়েছেলেসেতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপ !
মন্দির সমুদ্র সব মিলিয়ে সেয়েছেলেস(Seychelles) হতে পারে আপনার পরবর্তী আনন্দ ভ্রমণ।

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box