...
👉১ মে গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলার লাখিপাড়া গ্রামে সামান্য বেল গাছের ডাল ভাংঙ্গা কেন্দ্র করে সংবদ্ধ হয়ে হামলা চালিয়েছে একই গ্রামের সংখ্যাগরিষ্ঠরা,এতে গুরুতর জখম হয়েছে পরিবারের সকলেই।
এই নিয়ে একই গ্রামে মাত্র ২৫ দিনের মাথায় তিনটা হামলার ঘটনা ঘটলো।।
👉২ মে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ছাত্র রনি সত্যার্থীর ফেইইবুক আইডি হ্যাক করে একটি গ্রুপে নবী কটুক্তিমূলক বক্তব্য দেওয়া কেন্দ্র করে রনি সত্যার্থীর গ্রামের বাড়িতে হামলা করে তৌহিদ জনতা।
👉৩ মে দিনাজপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বাসিন্দা পূর্ণ চন্দ্র রায় এক লক্ষ টাকা চাঁদা না দেয়ায় তার বাড়িতে ও মন্দিরে হামলা চালায় একই এলাকার চিহ্নিত মাস্তান মামুনগংরা।
👉৪ মে সোমবার..
ডাঃ কাজল কুমার ভৌমিক শ্রীপুর বাজার থেকে বাড়ী যাওয়ার পথে রাত আনুমানিক ৮:৩০ মিনিটে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করে। আশঙ্কজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হসপিটালে নেওয়া হয়েছে। কুমিল্লা মেডিকেল থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হসপিটালে রেফার করা হয়েছে।
👉৫ই মে...সাতক্ষীরা তালার জালালপুরের কানাইদিয়ায়
মঙ্গলবার (৫ মে) আনুমানিক আড়াইটার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বসত ঘরের পিছন থেকে সিঁদ কেটে ঘরে ঢোকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত কার্ত্তিককে ধারালো অস্ত্র ও লাঠিপেটা করতে থাকে। এসময় তার গোঙানিতে পাশের ঘরে ঘুমিয়ে থাকা স্ত্রীর ঘুম থেকে উঠে দরজা খুলে ঐ অবস্থা দেখে চিৎকার শুরু করেন। তাদের আত্নচিৎকারে পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা একই পথে পালিয়ে যায়।
👉৫ ই মে মঙ্গলবার চট্টগ্রাম সীতাকুণ্ডে সকাল ৯টায় সন্ত্রাসী ফরহাদের নেতৃত্বে সাইফুল,মহিউদ্দিন,ইউসুফ,সুজন ও পিঞ্জ সহ ১৫/২০ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে জোড়পূর্বক চিত্তরঞ্জনের বসত বাড়ীর জায়গা দখল করে ঘর নির্মাণ চেষ্টা করে,চিত্ত রঞ্জন বাধা দেওয়ায় ক্ষীপ্ত হয়ে চিত্ত রঞ্জনকে হত্যা করার উদ্দেশ্য ফরহাদসহ অন্যান্য ভাড়াটেরা হামলা চালালে চিত্তরঞ্জন সহ তার দুই মেয়ে পিংকী দেবী(২৪) সিজারে সদ্য প্রসবকারী কলি দেবী(২৮) মারাত্মকভাবে জখম হয়ে সীতাকুণ্ড সরকারী হাসপাতালে ভর্তি হয়।
👉৫ই মে চট্টগ্রাম বাঁশখালীর গন্ডামারার ৯ নং ওয়ার্ডের মঙ্গরবার সন্ধ্যায় কালিদাসের ছেলে রবি দাসকে মারধর করে জখম করে। যাহা সন্ধ্যায় নামাজের পর বাড়ির পাশ্বের মসজিদে নামাজি, মুসুল্লিদের কাছে বিচার চাইলে রাতে এলাকার লোকজনকে উস্কানি ও মিথ্যা কথা বলে কালিদাসের পরিবারে আক্রমন করে,হামলার হাত থেকে পুরুষরা পালিয়ে কোনরকম রক্ষা পেলেও
মহিলারা নির্যাতিত হয়।
👉৯ ই মে..ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর পূর্বভাগ নাথপাড়া গ্রামে রনজিত দেবনাথ বাড়ীতে রুবেল মিয়া ও তার সঙ্গীসাথীরা নিয়মিত গিয়ে তাদের বাড়ির মেয়েদের অশ্লীল ভাষায় কথাবার্তা বলে উত্ত্যক্ত করতো,তার প্রতিবাদ করায় ৯ই মে সকালে অতর্কিত হামলা চালায় রুবেল মিয়া,জুনায়েদ ও জশিম গংরা।
👉৯ই মে মাদক ব্যবসায়ী মতিনের নেত্রীত্বে সুধীর কুমার দের বাড়ি দখল নিতে হামলা চালানোর চেষ্টা করে মতিন গংরা,বিনা রাণী দে জানায় পরিবার নিয়ে তাদের দখলীয় গাড়িমাঠস্থ খাস খতিয়ানের ওই জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন বিনা রাণীর পরিবার।
👉৯ মে শনিবার বান্দরবান শহরের কালাঘাটা এলাকায় ৭ বছরে এক সংখ্যালঘুর শিশুটিকে খেলার অজুহাতে বাসা থেকে ডেকে নিয়ে যায় আল আমিন (১৮)।পাশের খোলা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে ফেলে যায় সে। স্থানীয়রা অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে পরিবারকে জানায়।
পরে স্থানীয় কমিশনার পুলিশকে অবহিত করলে আল আমিনকে আটক করা হয়।
👉১০ ই মে সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ডের তাতিকোনা গ্রামে ফেইসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে হিন্দু পরিবারের হামলা করেছে ও ঘরবাড়ি ও মন্দির ভাংচুর করেছে সন্ত্রাসীরা।
👉১৩ই মে কুড়িগ্রামের ফুলবাড়ী তেনাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী কুরুষাফেরুষা গ্রামে পূর্ববর্তী ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এতে নারী ও পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত।
👉১৪ই মে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সন্তোষপুর পুলিশ ফাঁড়ির পাশেই নয়ন মল্লিকদের বাড়ির গোয়ালঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা,এতে একটি গাভী ও বলদ আগুন পুড়ে মারা যায়, বাকি দুটি ৮০% পুড়েছে!!
👉১৫ ই মে..ক্ষমতার দাম্ভিকতায় কুপিয়ে পিটিয়ে সংখ্যালঘুদের জায়গা দখলের চেষ্টা চেয়ারম্যানের,আপোষের নামে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে গিয়ে রুমে তালা লাগিয়ে বেপরোয়া পিটিয়ে রক্তাক্ত করেছে স্থানীয় সংখ্যালঘুদের।তারা হলেন,স্থানীয় সিংহপাড়ার প্রমিলা সিংহ, প্রতিমা সিংহ, চন্দ্রমোহন সিংহ, শিব সিংহ, মাইকেল দেব বর্মণ, প্রভাষ সিংহ, রাম চন্দ্র।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।