বাংলাদেশের নরসিংদীতে এই প্রথম একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি হলেন পলাশ উপজেলার ভাঙ্গার ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি মসজিদের ইমাম। ০৬ই এপ্রিল বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা অতিরিক্ত প্রশাসক ( আইটি ও শিক্ষা ) ও নরসিংদী জরুরী করোনা প্রতিরোধ কমিটির প্রধান ইমরুল কায়েস।
খবর পেয়ে ঐ গ্রামে যান সিভিল সার্জন মোহাঃ ইব্রাহিমের নেতৃত্বে একটি মেডিকেল টীম। নরসিংদী জরুরী করোনা প্রতিরোধ কমিটির সুরতে জানা যায় তিনি নারায়ণগঞ্জে একটি মসজিদের ইমামতি করেন। তার মধ্যে করণের উপস্বর্গ দেখা যায় রোববার ০৫ই এপ্রিল। তিনি ঢাকায় নমুনা দিয়ে বাড়িতে আসেন। সোমবার তার কোরনা পজেটিভ আসে। এর আগে ঢাকায় একটি মসজিদের ইমাম করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এর পর আমেরিকার নিউ ইয়র্কে বাংলাদেশী মসজিদের দুই জন ইমাম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে বলে খবরে প্রকাশ।
তথ্যসূত্রঃ সময় ২৪ নিউজ
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।