জানা যায়, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ঠাকুরহাটে গতকাল রাত আনুমানিক ১২:৩০ মিনিটে মন্দির ও প্রতিমা ভাঙ্চুর করেছে দুর্বত্তরা।
মন্দিরটি ইতো:মধ্যে পরিদর্শন করেছেন সার্কেল এএসপি ও দশমিনা থানার ওসি। দুর্বত্তরা কেউ এখনো গ্রেফতার হয়নি।
রোনাভাইরাসের পৃথিবী যখন আতঙ্কিত !
তখনই এদেশে প্রতিনিয়তের মতো সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় উপাসনালয় ভাংচুর এবং প্রতিমা ভাংচুরে মেতে উঠেছে মানুষরূপী কিছু জানোয়ারগুলো।
তখনই এদেশে প্রতিনিয়তের মতো সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় উপাসনালয় ভাংচুর এবং প্রতিমা ভাংচুরে মেতে উঠেছে মানুষরূপী কিছু জানোয়ারগুলো।
গত মঙ্গলবার রাতে(০৮/০৪/২০২০) পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় বেতাগী ইউনিয়নের ঠাকুরহাটের (ঠাকুরবাড়ি'র) মন্দির, প্রতিমা ভাংচুর করে মাষ্টার গোলাম মস্তফা ও তার মৌলবাদীর গ্যাংরা।
আমি ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এরই সাথে গোলাম মস্তফা সহ তার গ্যাং কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।