করোনা আতংকেও রক্ষা পাচ্ছে না বাংলাদেশের হিন্দু মন্দির - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Thursday, April 9, 2020

demo-image

করোনা আতংকেও রক্ষা পাচ্ছে না বাংলাদেশের হিন্দু মন্দির

সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে লকডাউন চললেও বাংলাদেশে থেমে নেই হিন্দু সম্প্রদায়ের উপর নানাবিধ মানসিক অত্যাচার। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে হিন্দু নির্যাতন, মন্দির ও প্রতিমা ভাঙচুর, জমি দখল কিংবা ভারতে তাড়িয়ে দেবার হুমকি। গত কয়েকদিন আগে এইবেলাতে প্রকাশিত হয় মন্দিরের প্রণামীর  টাকা দিয়ে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের জন্য ত্রান বিতরণ। খবরটি সকলের প্রশংসা কুড়ায়। কারণ একটিই তা হলো মানবতা। যে এলাকায় গত দুইদিন আগে এই মানবতার পরিচয় দেয়া হলো সেখানেই গতকাল রাতে ঘটলো মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা।
%25E0%25A7%25A7%25E0%25A7%25A7%25284%2529

জানা যায়, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ঠাকুরহাটে গতকাল রাত আনুমানিক ১২:৩০ মিনিটে মন্দির ও প্রতিমা ভাঙ্চুর করেছে দুর্বত্তরা। 
মন্দিরটি ইতো:মধ্যে পরিদর্শন করেছেন সার্কেল এএসপি ও দশমিনা থানার ওসি। দুর্বত্তরা কেউ এখনো গ্রেফতার হয়নি।

92531778_652077452283583_1382125058582904832_n

রোনাভাইরাসের পৃথিবী যখন আতঙ্কিত !
তখনই এদেশে প্রতিনিয়তের মতো সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় উপাসনালয় ভাংচুর এবং প্রতিমা ভাংচুরে মেতে উঠেছে মানুষরূপী কিছু জানোয়ারগুলো।
গত মঙ্গলবার রাতে(০৮/০৪/২০২০) পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় বেতাগী ইউনিয়নের ঠাকুরহাটের (ঠাকুরবাড়ি'র) মন্দির, প্রতিমা ভাংচুর করে মাষ্টার গোলাম মস্তফা ও তার মৌলবাদীর গ্যাংরা।
আমি ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এরই সাথে গোলাম মস্তফা সহ তার  গ্যাং কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।
তথ্যসূত্রঃ  দৈনিক এই বেলা

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *