ওই ভিডিওতে আব্বাস বলছে, দিল্লীতে মসজিদে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি যে, উনি যেন ভারতবর্ষে এমন মারক ভাইরাস পাঠাক যাতে দেশের ৫০ কোটি হিন্দুজংগি মানুষ মরে যায়। আব্বাস বলে, ওই ভাইরাসে আমি মরে গেলেও দুঃখ নেই।
তবে এরপরেই হিন্দুত্ববাদী সংগঠন সহ সবাই ফুসে উঠে তার বিরুদ্ধে। একের পর একের হুমকি আসতে থাকে তার কাছে।সবশেষ পাওয়া খবর অনুযায়ী পীরজাদা আরেকটি ভিডিও ছেড়েছেন,যেখানে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন। তার মতে ভিডিওটি একটি অনাংকাখিত ভুল ছাড়া আর কিছুই নয়।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।