জীবনের ঝুকি নিয়ে সাহায্য করেছেন বিপ্লব দেবনাথ, ইতালি দিচ্ছে সরকারি সম্মাননা। - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Wednesday, April 8, 2020

জীবনের ঝুকি নিয়ে সাহায্য করেছেন বিপ্লব দেবনাথ, ইতালি দিচ্ছে সরকারি সম্মাননা।

বিদেশে গিয়ে কর্ম বা পেশার ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়ে সম্মানও পেয়েছেন আনেক বঙ্গসন্তান। সেই ধারা বজায় রেখে এবার ইতালিতে সম্মান পেতে চলেছেন আরেক বঙ্গসন্তান। তাঁর নাম বিপ্লব দেবনাথ।  চোখের সামনে মৃত্যুমিছিল দেখে বাংলার মানুষকে বারবার সতর্ক করে দিয়েছিলেন তিনি।



তবে নিজে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিলেও, নিজের জীবনের পরোয়া না করেই তিনি অন্যদের সাহায্য করতে রাস্তায় নেমেছেন। মন্টেবেলুনা শহরে যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করার জন্য সুপারমার্কেটে যেতে পারছেন না, তাঁদের বাজার করে দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন বিপ্লববাবু। সমাজের প্রতি এই দায়িত্ব ও কর্তব্য পালনেরই স্বীকৃতি পাচ্ছেন তিনি। পেশায় ফ্লাওয়ার ডিজাইনার এই বঙ্গসন্তান ইতালির মন্টেবেলুনা শহরের স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছেন।






লকডাউনের শুরুর দিকে আমি একদিন সুপারমার্কেট থেকে ফেরার সময় দেখতে পাই একজন বয়স্ক মহিলা হাতে ব্যাগ নিয়ে বাড়ি ফিরতে পারছেন না। তাঁকে সাহায্য করি। তিনি আমাকে আশীর্বাদ করেন। এরপর থেকেই শহরের সব বয়স্ক মানুষের পাশে দাঁড়াচ্ছি। তাঁদের বাজার করে দিচ্ছি। সবাই আমাকে আশীর্বাদ করছেন। এখানকার কাগজে আমার ছবিও ছাপা হয়েছে। সোমবার স্থানীয় কাউন্সিলর এসে আমাকে বলেছেন, একজন বিদেশি হয়েও তুমি যে কাজটা করলে, সেটা ইতালির কেউ করেনি। তুমি এই কাজের স্বীকৃতি পাবে। লকডাউন উঠে গেলে তোমাকে রোমে যেতে হবে। সেখানে তোমাকে সম্মান জানানো হবে।’  তাতে মুগ্ধ বিপ্লববাবু।

সূত্র ঃ আজবাংলা

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box