লকডাউন সফলে টিভিতে রামায়ন ও মহাভারত। ইসলামিক জিহাদি ও সেক্যুলারেরা অস্বস্তিতে - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Friday, March 27, 2020

demo-image

লকডাউন সফলে টিভিতে রামায়ন ও মহাভারত। ইসলামিক জিহাদি ও সেক্যুলারেরা অস্বস্তিতে

করোনা মহামারির কারণে ভারত সরকার দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে। এবার দেশের লোকজনকে বাড়ির মধ্যেই থাকতে হবে এবং শুধুমাত্র প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বেরোতে হবে। তবে সরকার বেশ ভালোমতো জানে যে বাড়ির মধ্যে থাকাটাও চ্যালেঞ্জের ব্যাপার। কারণ সরকার, ডাক্তার সমাজ ও মিডিয়া করোনা ভাইরাসের ভয়াবহতা বুঝতে পারলেও সমস্থ সাধারণ নাগরিক তা বুঝতে পারছে না। এই অবস্থায় সরকার চাইছে মানুষজন বাড়ির মধ্যেই কিছুভাবে ব্যাস্ত হয়ে থাকুক।

images%252876%2529



সেই হিসেবেই আজ অফিশিয়ালি খবর এসেছে যে ভারত সরকার রামানন্দ সাগরের রামায়ণ (Ramayana) এবং বি আর চোপড়ার মহাভারতকে (Mahabharata) আবার দূরদর্শনে সম্প্রচারের পরিকল্পনা করছে। সরকার বুঝতে পারছে যে লোকজনকে বাড়িতে ধরে রাখা খুব সহজ নয় এবং তাই সরকার রামানন্দ সাগরের রামায়ণ এবং বি আর চোপড়ার মহাভারতকে আবার দূরদর্শনে সম্প্রচারের পরিকল্পনা বাস্তবায়ন করছে,যাতে এক ঢিলে ২ পাখি মারা সম্ভব হয়।


মূল খবরঃindiatimes/indiarag

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *