শিবের চোখের জলে তৈরি পাকিস্তানের এই মন্দিরের পুকুর - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Friday, March 13, 2020

শিবের চোখের জলে তৈরি পাকিস্তানের এই মন্দিরের পুকুর

 বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে শিব মন্দির৷ এই সমস্ত মন্দিরগুলিকে ঘিরেই রয়েছে নানা অজানা কাহিনী৷ তেমনই পাকিস্তানের এক শিব মন্দিরকে ঘিরেও রয়েছে রহস্যজনক একটি কাহিনী৷ কথিত আছে, এই মন্দিরের সামনের পুকুরে নাকি শিব ঠাকুরের চোখের জলেই তৈরি৷এই মন্দির পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পোতহার (Potohar Plateau region of Pakistan's Punjab provinc) নামক স্থানে অবস্থিত। 

এই মন্দিরটির নাম কাটাসরাজ মন্দির৷ এছাড়াও এই পুকুরের চারপাশে রয়েছে আরও সাতটি মন্দির৷ পাক অধিকৃত পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলায় এই মন্দিরটি অবস্থিত৷
Photo: Wikipedia

শিব ঠাকুরের স্ত্রী সতী যখন মারা গিয়েছিলেন এই জায়গাতে বসেই কেঁদেছিলেন শিব৷ সেই জলেই নাকি এই মন্দিরটি তৈরি হয়েছে৷ তবে, শুধু শিব ঠাকুরই নয়৷ এই পুকুরটিকে ঘিরে মহাভারতের একটি গল্পও জড়িয়ে রয়েছে৷ মহাভারতের পঞ্চপাণ্ডবেরা নির্বাসনে যখন ছিলেন সেই সময়ই তারা মন্দিরটি তৈরি করেন৷
 মহাকাব্য অনুযায়ী, নির্বাসনে থাকার সময় পঞ্চপাণ্ডবেরা এসেছিলেন জল পান করতে৷ কিন্তু সেই সময় যক্ষ ওই নদীর রক্ষাকারী পঞ্চ পাণ্ডবকে সেই জল খেতে দেন নি৷ সে পঞ্চপাণ্ডবের সামনে কিছু প্রশ্ন রাখে আর বলে যে, যদি এই প্রশ্নের উত্তর গুলি তারা দিতে পারে তাহলেই সে জল খাওয়ার যোগ্য৷ কিন্তু পঞ্চ পাণ্ডবদের মধ্যে শুধুমাত্র যুধিষ্ঠির এই প্রশ্নের জবাব দিয়েছিলেন৷
 
Photo: Wikipedia
শিবরাত্রির দিন ওই এলাকায় সমস্ত হিন্দুরা এই মন্দিরে পুজো দিতে আসতেন৷ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই মন্দিরে তারা স্নানও করতেন৷ যদিও বর্তমানে এই মন্দিরের আশেপাশে কোনও হিন্দু না থাকায় এই মন্দিরটি আপাতত পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে৷ এমনটি এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও অন্তর্ভুক্ত৷
এখানে কিছু বৌদ্ধ মন্দির এবং অদুরে আরও কয়েক্তি হিন্দু মন্দির আছে। এখানে আল বিরুনি এসেছিলেন এবং সংস্কৃত ভাষা শিখেছিলেন। মন্দিরের সাথে সরোবর আছে এবং এ সরোবরের জল কে অতি পবিত্র মনে করা হয়।
 সূত্রঃ কলকাতা ২৪x৭, Wiki

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box