Photo: Wikipedia |
Friday, March 13, 2020

Home
ট্রাভেল
দেশে দেশে সনাতন
পাকিস্তান
হিন্দু মন্দির
শিবের চোখের জলে তৈরি পাকিস্তানের এই মন্দিরের পুকুর
শিবের চোখের জলে তৈরি পাকিস্তানের এই মন্দিরের পুকুর
বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে শিব মন্দির৷ এই সমস্ত মন্দিরগুলিকে ঘিরেই রয়েছে নানা অজানা কাহিনী৷ তেমনই পাকিস্তানের এক শিব মন্দিরকে ঘিরেও রয়েছে রহস্যজনক একটি কাহিনী৷ কথিত আছে, এই মন্দিরের সামনের পুকুরে নাকি শিব ঠাকুরের চোখের জলেই তৈরি৷এই মন্দির পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পোতহার (Potohar Plateau region of Pakistan's Punjab provinc) নামক স্থানে অবস্থিত।
এই মন্দিরটির নাম কাটাসরাজ মন্দির৷ এছাড়াও এই পুকুরের চারপাশে রয়েছে আরও সাতটি মন্দির৷ পাক অধিকৃত পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলায় এই মন্দিরটি অবস্থিত৷
শিব ঠাকুরের স্ত্রী সতী যখন মারা গিয়েছিলেন এই জায়গাতে বসেই কেঁদেছিলেন শিব৷ সেই জলেই নাকি এই মন্দিরটি তৈরি হয়েছে৷ তবে, শুধু শিব ঠাকুরই নয়৷ এই পুকুরটিকে ঘিরে মহাভারতের একটি গল্পও জড়িয়ে রয়েছে৷ মহাভারতের পঞ্চপাণ্ডবেরা নির্বাসনে যখন ছিলেন সেই সময়ই তারা মন্দিরটি তৈরি করেন৷
মহাকাব্য অনুযায়ী, নির্বাসনে থাকার সময় পঞ্চপাণ্ডবেরা এসেছিলেন জল পান করতে৷ কিন্তু সেই সময় যক্ষ ওই নদীর রক্ষাকারী পঞ্চ পাণ্ডবকে সেই জল খেতে দেন নি৷ সে পঞ্চপাণ্ডবের সামনে কিছু প্রশ্ন রাখে আর বলে যে, যদি এই প্রশ্নের উত্তর গুলি তারা দিতে পারে তাহলেই সে জল খাওয়ার যোগ্য৷ কিন্তু পঞ্চ পাণ্ডবদের মধ্যে শুধুমাত্র যুধিষ্ঠির এই প্রশ্নের জবাব দিয়েছিলেন৷
শিবরাত্রির দিন ওই এলাকায় সমস্ত হিন্দুরা এই মন্দিরে পুজো দিতে আসতেন৷ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই মন্দিরে তারা স্নানও করতেন৷ যদিও বর্তমানে এই মন্দিরের আশেপাশে কোনও হিন্দু না থাকায় এই মন্দিরটি আপাতত পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে৷ এমনটি এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও অন্তর্ভুক্ত৷
এখানে কিছু বৌদ্ধ মন্দির এবং অদুরে আরও কয়েক্তি হিন্দু মন্দির আছে। এখানে আল বিরুনি এসেছিলেন এবং সংস্কৃত ভাষা শিখেছিলেন। মন্দিরের সাথে সরোবর আছে এবং এ সরোবরের জল কে অতি পবিত্র মনে করা হয়।
সূত্রঃ কলকাতা ২৪x৭, Wiki
Tags
# ট্রাভেল
# দেশে দেশে সনাতন
# পাকিস্তান
# হিন্দু মন্দির
Share This

About Joy Shaw
সত্য ও সঠিক ইনফর্মেশনে সম্মৃদ্ধ একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম।বিশ্বব্যাপী হিন্দুর গৌরব তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।
Newer Article
অঙ্কিত শর্মাকে হত্যার আগে নগ্ন করে ধর্ম যাচাই করা হয়: দিল্লী পুলিশ
Older Article
ইসলাম ছেড়ে সনাতন ধর্ম গ্রহন করলেন ৫ সদস্যের পুরো পরিবার !
স্বল্প খরচে ঘুরে আসুন মায়াপুর ইস্কন মন্দির
UnknownOct 14, 2020সরকারি খরচে হিন্দুদের ভারতে তীর্থ ভ্রমণের সুযোগ
UnknownSept 27, 2020মন্দিরের সামনে প্রস্রাব করতে নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে প্রতিমা ভাংচুর!
UnknownMay 25, 2020
Tags:
ট্রাভেল,
দেশে দেশে সনাতন,
পাকিস্তান,
হিন্দু মন্দির
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।