সিলেটে ইস্কনের ‘ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল’ উদ্বোধন - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Friday, January 10, 2020

সিলেটে ইস্কনের ‘ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল’ উদ্বোধন

ইসকন সিলেটে ‌‘ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল’ উদ্বোধন করেছে। 
বুধবার (৮ জানুয়ারি) সকালে শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে ও ইসকন সিলেটের সাধারণ সম্পাদক দেবামৃত নিতাই দাসের পরিচালনায় ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে এ উদ্বোধন অনুষ্ঠান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাবিপ্রবির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. হিমাদ্রী শেখর রায়।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- ইসকন সিলেট ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, সিকৃবির প্রফেসর ড. জিতেন্দ্র নাথ অধিকারী, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, দৈনিক সমকাল সিলেটের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউমেন রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সিলেট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সত্যব্রত রায়, ইসকন সিলেটের আইন বিভাগের পরিচালক নিধি কৃষ্ণ দাস, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের যৌন ও চর্ম বিভাগের ডা. বিশ্বনাথ পাল, সিদ্ধ মাধব দাস প্রমুখ।
যে সিলেটে প্রকাশ্য দিবালোকে ইস্কন মন্দির ভাঙা হয়েছে , যে সিলেট থেকে সারা বাংলাদেশে ইস্কনের নামে মিথ্যা সাম্প্রদায়িক বিষ ছড়ানো হয়েছে সেই সিলেটে  ইস্কনের  ‘ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল’  উদ্বোধন এক বিরাট মাইল ফলক বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য যে  ইস্কনের  ‘ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল’  সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। উন্নত বিশ্বে ইস্কনের অনেক  আধুনিক বিশ্ববিদ্যালয়ও  রয়েছে।


সৌজন্যে: সিলেটভিউ২৪ডটকম/০৮ জানুয়ারি ২০২০/প্রেবি/এসডি

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box