হিন্দু সংহতির প্রচেষ্টায় মুসলিম যুবকের হাত থেকে রক্ষা পেল তরুণী - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Thursday, January 2, 2020

demo-image

হিন্দু সংহতির প্রচেষ্টায় মুসলিম যুবকের হাত থেকে রক্ষা পেল তরুণী

হুগলী জেলার জাঙ্গিপাড়া থানার এলাকায় এক নাবালিকা মেয়েকে লাভ জেহাদের হাত থেকে উদ্ধার করলো হিন্দু সংহতির কর্মীরা। ঘটনাটি ঘটেছে আজ সকালে। এলাকা সূত্রে খবর, লক্ষীকান্ত দাস নাম এক ব্যক্তি যোগাযোগ করে হিন্দু সংহতির কর্মীদের সাথে। তার অভিযোগ ভোর রাত থেকে তার নাবালিকা মেয়ে সোনালী দাসকে (নাম পরিবর্তিত) খুঁজে পাওয়া যাচ্ছেনা।

images%252841%2529





এখবর শোনা মাত্র খোঁজখবর শুরু করে হিন্দু সংহতির কর্মীরা। তারা জানতে পারে , মুর্শিদাবাদ থেকে রাজমিস্ত্রীর কাজে আসা শেখ নেকবরের (বয়েস ২৫+) সাথে মেয়েটিকে দেখেছে কিছু লোক। সেই সূত্র ধরে খোঁজ মেলে হেড  রাজমিস্ত্রী হানিফ শেখের। হিন্দু সংহতির কর্মীরা হানিফ শেখকে চাপ দিতে সে ফোন করে শেখ নেকবরকে। খবর শুনে নাবালিকা মেয়েটিকে বর্ধমান রেল স্টেশনে ফেলে পালিয়ে যায় শেখ নেকবর। বর্ধমান থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে জাঙ্গিপাড়া থানায় হস্তান্তর করেন। পুলিশ হানিফ শেখকে গ্রেফতার করেছে। শেখ নেকবর পলাতক। নাবালিকা মেয়ের বাবা জাঙ্গিপাড়ার বিধানসভার হিন্দু সংহতির সভাপতি সুকুমার শর্মা ও হিন্দু সংহতির কর্মী দীপঙ্কর ধাড়াকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, হিন্দু সংহতির কর্মীরা না সাহায্য করলে হয়তো তার নাবালিকা মেয়েকে পাচার করে দিতো জেহাদিরা।


অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *