রামমন্দিরে দলিত পুরোহিত চায় VHP, হিন্দু সমাজে জাতপাত ভুলে নতুন সূর্যের ইংগিত - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Friday, December 27, 2019

demo-image

রামমন্দিরে দলিত পুরোহিত চায় VHP, হিন্দু সমাজে জাতপাত ভুলে নতুন সূর্যের ইংগিত

সুপ্রিম কোর্টের রায়ের পর অযোধ্যায় রাম মন্দির তৈরির তোরজোড় শুরু হয়েছে। মন্দির তৈরির কাজ শুরু না হলেও তার পরিকল্পনা ইতিমধ্যেই জোরকদমে এগোচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে ভোটের প্রচারে গিয়ে ঘোষণা করেছেন ৪ মাসের মধ্যেই শুরু হবে আকাশচুম্বী রাম মন্দির তৈরির কাজ। এবার সেই রাম মন্দির নিয়ে তাদের কিছু প্রস্তাব সামনে আনল বিশ্ব হিন্দু পরিষদ। যা অনেককে চমকে দেওয়ার মত।

বিশ্ব হিন্দু পরিষদের তরফে ২টি বিষয়ে জোর দেওয়া হয়েছে। এক, তারা চাইছে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হবে সেখানে পুজোর জন্য একজন দলিত শ্রেণির পুরোহিতকে নিয়োগ করা হোক। তাতে সমাজের কাছে একটা সামাজিক সৌহার্দ্যের বার্তা পৌঁছবে। দুই, তারা চাইছে রাম মন্দির তৈরির জন্য অর্থ কেন্দ্রের ব্যবস্থাপনা থেকে না এসে আসুক সমাজ থেকে। সমাজের কাছ থেকেই টাকা তুলে রাম মন্দির গঠন করা হোক। সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল এই প্রস্তাবগুলি সামনে আনেন।





বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যর রাম মন্দিরের সঙ্গে দলিত‌দের যুক্ত করার চেষ্টা এখন শুরু করেনি। সেই ১৯৮৯ সালে যখন রাম মন্দিরের শিলান্যাস হয় তখন প্রথম শিলাটি তারা দলিত শ্রেণির কমলেশ্বর চৌপলকে দিয়ে স্থাপন করে। তখন থেকেই তারা দলিতদের রাম মন্দিরের সঙ্গে যুক্ত করতে বদ্ধপরিকর। যা প্রমাণ করবে, বার্তা দেবে যে হিন্দু সমাজের সব স্তর থেকেই রাম মন্দির নিয়ে আগ্রহ রয়েছে।
ayodhya

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *