পশ্চিমবঙ্গের মৌলবাদী মন্ত্রী সিদ্দিকুল্লাহ কে নিষিদ্ধ করলো বাংলাদেশ - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Wednesday, December 25, 2019

পশ্চিমবঙ্গের মৌলবাদী মন্ত্রী সিদ্দিকুল্লাহ কে নিষিদ্ধ করলো বাংলাদেশ

পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী ও জমিয়াত-উলেমা-ই-হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী৷ রাজ্যের সংখ্যালঘু এই নেতাকে ভিসা দিল না বাংলাদেশ কনস্যুলেট৷ ভিসা না পেয়ে ক্ষুব্ধ রাজ্যের এই মন্ত্রী৷ এই বিষয়ে তিনি চিঠি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷


আগামীকাল বৃহস্পতিবার সকালেই ঢাকার উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর৷ তার জন্য তিনি যাওয়া ও আসার বিমানে টিকিটও কেটে ফেলেছিলেন৷ সিলেটের একটি মাদ্রাসার শতবর্ষ উপলক্ষে তাঁকে ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ একই সঙ্গে বাংলাদেশে তাঁর এক আত্মীয় বিয়োগ হয়েছে।সেখানেও যাওয়ার কথা ছিল তার৷ পাঁচদিনের জন্য বাংলাদেশ যেতে চেয়েছিলেন সিদ্দিকুল্লা৷ কিন্তু কলকাতায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট তাঁকে ভিসা দিল না৷


 সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, মুখ্যমন্ত্রী ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক এনওসি দিয়েছে৷ তারপর অনলাইন ভিসার জন্য আবেদন করেছিলাম৷ আমার প্রতিনিধিকে বসিয়ে রেখে অপমান করা হয়েছে৷ আমার অফিসের একজন আমলা তিনদিন ভিসার জন্য গিয়েছেন৷ তাকে ২-৩ ঘণ্টা করে বসিয়ে রাখা হয়েছে৷ কিন্তু কেন ভিসা দেওয়া হবে না,তা স্পষ্ট করে তাকে বলা হয়নি৷

এই ঘটনায় আমি মনে করি,বাংলাকে অপমান করা হয়েছে,বাংলার মন্ত্রীকে অপমান করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে৷ আমি ঘটনার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেবো৷ সমস্ত প্রক্রিয়া মেনে ভিসার আবেদন করেছিলাম৷ তাও বাংলাদেশ কনস্যুলেট ভিসা দিল না৷ যদিও কলকাতায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অফিসে ফোন করা হলে,বলা হয় আজ বুধবার ছুটির দিন৷

No comments:

Post a Comment

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box