নাস্তিক,বিশেষ করে ইসলামিক নাস্তিক দের পরিমান সময়ক্রমে বেড়েই চলেছে। বাংলাদেশ তথাকথিত অসাম্প্রদায়িক রাষ্ট্র হলেও এটা একটি ইসলামিক কান্ট্রি। আর বিশ্বের আর দশটা দেশের মত এখানেও নাস্তিকের আনাগোনা রয়েছে। তবে মুসলিম দের জন্য সবচেয়ে ভয়ানক তথ্যা ছিল ২০১৭ এর এক সার্ভে তে যেখানে বাংলাদেশের মুসলিম দের মাঝে ২৯% মানুষ ই হয় ইসলাম কে মান্য করে না পুরোপুরি,নয়ত নাস্তিকতার দ্বারপ্রান্তে পড়ে রয়েছে। যার ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন নাস্তিক উঠে এসেছে,যার মধ্য বেশ আলোচিত ছিলেন, লোপা,আসাদ, ব্লগার রাজীব(মুসলিম কর্তৃক নিহত),সুষুপ্ত পাঠক, ইত্যাদি৷
তাদের ফেসবুক পোস্ট সমূহ ঘাটাঘাটি করলেই ইসলামি বিরুদ্ধ বিভিন্ন পোস্ট পাওয়া যায়।তবে এর ই মাঝে প্রায় সব নাস্তিক ই একটা প্রশ্ম করে থাকেন যা কিছুদিন আগে সুষুপ্ত পাঠক ও তুলে ধরেছেন, সেটি হলো,
"মুসলিম রা এত গাজওয়াতুল হিন্দ বলে,কিন্ত গাজওয়াতুল চীন বলে না কেন?"
গাজওয়াতুল হিন্দ হলো মুসলিম সম্প্রদায়ের এমন একটি কাল্পনিক চিন্তাধারা যার মাধ্যমে তারা অখন্ড ভারত গঠন করে সকল বিধর্মী,মূলত হিন্দু সম্প্রদায় কে মেরে ফেলবে এবং নারীদের ধর্মান্তর করে হয় গনিমতের মাল হিসেবে শয্যাসংগী বানাবে নয়ত যৌনদাসী বানাবে৷ এই শব্দটি বেশিরভাগ মুসলিম কেই বিভিন্ন ফেসবুকের কমেন্ট ও বিভিন্ন পোস্টে ব্যবহার করতে দেখা যায়। যদিও এটা কি বা এটা কেন এর ব্যাখা তারা সুস্পষ্টভাবে দিতে পারেন না। উপহামদেশে আদিকাল থেকেই ইসলামি ত্রাস ও জংগি মতবাদ এর ছোয়ায় প্রায় সব দেশেই অশান্তি লেগে আছে। যেটা চীন শক্ত হাতে দমন করে আসছে,এবং সেই একি পদক্ষেপ ভারত ও নেয়া শুরু করেছে। এবং ভারতের পদক্ষেপ নেয়ার পর থেকেই মুসলিম দের এই শব্দ টি ব্যবহার করার পরিমান এত তীব্র হয়ে গিয়েছে যে সবাই মনে করা শুরু করেছে ভারত ই হলো ইসলামের একমাত্র শত্রু। যদিও ইজরায়েল বা চীনের মত দেশ দের বিরুদ্ধে এরা কার্যত নিষ্ক্রিয়৷।
তাই বাস্তবিক অর্থেই নাস্তিক দের মত প্রশ্ন জাগে,কেন এরা গাজওয়াতুল চীন বলে না?
United hindu concern family
Thursday, December 26, 2019
Home
UHC নিউজ
ইসলাম
"মুসলিমরা গাজওয়াতুল হিন্দ বলে,কিন্ত গাজওয়াতুল চীন বলে না কেন?' প্রশ্ন বংগ নাস্তিকের
"মুসলিমরা গাজওয়াতুল হিন্দ বলে,কিন্ত গাজওয়াতুল চীন বলে না কেন?' প্রশ্ন বংগ নাস্তিকের
Tags
# UHC নিউজ
# ইসলাম
Share This
About শিবশম্ভু
ইসলাম
Subscribe to:
Post Comments (Atom)
অন্যান্য
Post Bottom Ad
Author Details
সত্য ও সঠিক ইনফর্মেশনে সম্মৃদ্ধ একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম।বিশ্বব্যাপী হিন্দুর গৌরব তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।