সনাতন ধর্ম গ্রহন করে পারভীন খাতুন হলেন পার্বতী সিংহ - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Thursday, November 28, 2019

demo-image

সনাতন ধর্ম গ্রহন করে পারভীন খাতুন হলেন পার্বতী সিংহ




সম্প্রতি ভারতের আগ্রায় আরেকটি ধর্মান্তরের ঘটনা সামনে এসেছে। ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহন করা মেয়েটির বর্তমান নাম পার্বতী সিংহ(আগের নাম পারভীন খাতুন)। সে আগ্রায় বসবাস করা ব্যবসায়ী রওশন শাহ এর একমাত্র কন্যা।

PicsArt_11-28-07.39.30


জানা যায় কিছুকাল আগে আগ্রাতেই দুরন্ত সিংহ নামক একি ক্লাসের এক ছাত্রের সাথে তার প্রেম ভালোবাসা হয়।এবং এক পর্যায়ে ভালোবাসা এত তীব্র হয় যে তারা একে অপর কে বিয়ে করতে রাজি হয়ে যায়।যদিও এক্ষেত্রে কোন চাপ দেয়া হয়নি তবে মেয়ে নিজ থেকে সনাতন ধর্ম গ্রহন করতে রাজি হয়ে যায়,এবং হিন্দু সংগঠন দের সাহায্য নিয়ে সে নিজ ধর্ম পরিবর্তন করে সত্য ও সুন্দর সনাতন ধর্মে প্রত্যাবর্তন করেন।

FB_IMG_15749475878635157


যদিও উত্তর প্রদেশের পুলিশ অনেক ঝামেলা করেছে তবে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সাথে থেকে  সাহায্য ও সহোযোগীতা করেছেন শ্রী দেবদত্ত মাঝি ও শ্রী তপন ঘোষ। এজন্য নয়া দম্পতি উভয়েই তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ও সকল হিন্দুদের কাছে নিজেদের আগামী জীবনের জন্য আশীর্বাদ চেয়েছেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *