অনেকের ধারণা হিন্দু বলতে শুধু ভারতকেই বোঝায়। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি হয়তো জেনে বিস্মিত হবেন যে অনেক আরব দেশে মোট জনসংখ্যার ২৫% পর্যন্ত হিন্দু আছে। তাছাড়া এই গ্লোবালাইজেশনের যুগে হিন্দুরা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।অনেক পশ্চিমা দেশে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি যদিও হিন্দুদের জন্মহার তুলনামূলক কম। সারা বিশ্বের দেশগুলোর মধ্যে যেসব দেশে হিন্দু নাগরিক আছে, দেশের মোট জনসংখ্যার শতকরা হার অনুসারে দেয়া হলো ।
১.নেপাল ৮২%
২.ভারত ৮০%
৩.মরিশাস ৫৭%
৪.ফিজি ৩৪%
৫.গায়ানা ৪০%
৬.ভুটান ২৬%
৭.সুরিনামে ২৩%
৮.ত্রিনিদাদ এন্ড টোবাকো ২০%
৯.দুবাই(ইউ এ ই) ১৬% (মতান্তরে ২০-২৫%)
১০.শ্রীলংকা ১৩%
১১.কুয়েত ১২%
১২.বাংলাদেশ ৯.৯%
১৩.বাহারাইন ৮.১%
১৪.রেউনিওন ৭%
১৫.মালায়শিয়া ৬.৭০%
১৬.সিংগাপুর ৫.৩%
১৭.ওমান ৩%
১৮.সেয়ছেল্লেস ২.২%
১৯.নিউজিল্যান্ড ২.৩%
২০.পাকিস্তান ১.৯০%
২১.ইন্দোনেশিয়া ১.৮০% (বালি রাজ্যে ৮৪%)
২২.আমেরিকা ১%
২৩.আমেরিকান ভার্জিন দ্বীপপুঞ্জ ২%
২৪. যুক্তরাজ্য ২%
২৫. রাশিয়া ০.২%
২৬. আফগানিস্তান ০.৯%
২৭. মায়ানমার ২%
২৮. সাউদ আফ্রিকা ২%
সারাবিশ্ব জনসংখ্যা হারে মোট হিন্দু ১৬%, যার অবস্থান তৃতীয় স্থানে।হিন্দুদের আগে রয়েছে কেবল খ্রিষ্টান ও ইসলাম। আরো দেশ আছে যেখানে হিন্দু জনসংখ্যা অল্প।
এখানে প্রধান দেশগুলো উল্লেখ্য করা হয়েছে। আমেরিকায় হিন্দুর সংখ্যা মাত্র ২% হলেও শিক্ষা ও অর্থনৈতিক দিক থেকে তারা আমেরিকার প্রথম স্থানে। তাছাড়া পিউ গবেষণার এক রিপোর্টে দেখা গেছে হিন্দুরা বিশ্বের সবচেয়ে সুখী ধর্মীয় গোষ্ঠী।
Courtesy : Wikipedia
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।