জেনে নিন বিশ্বের কোন দেশে কত হিন্দু আছে। - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Thursday, November 21, 2019

demo-image

জেনে নিন বিশ্বের কোন দেশে কত হিন্দু আছে।


69666736_901589460227955_4013356130171355136_n

অনেকের ধারণা হিন্দু বলতে শুধু ভারতকেই বোঝায়। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি হয়তো জেনে বিস্মিত হবেন যে অনেক আরব দেশে মোট জনসংখ্যার ২৫% পর্যন্ত হিন্দু আছে। তাছাড়া এই গ্লোবালাইজেশনের যুগে হিন্দুরা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী।অনেক পশ্চিমা দেশে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি যদিও হিন্দুদের জন্মহার তুলনামূলক কম।  সারা বিশ্বের দেশগুলোর মধ্যে যেসব দেশে হিন্দু নাগরিক আছে, দেশের মোট জনসংখ্যার শতকরা হার অনুসারে দেয়া হলো ।

73533190_929556727431228_2557897073399693312_n


১.নেপাল ৮২%
২.ভারত ৮০%
৩.মরিশাস ৫৭%
৪.ফিজি ৩৪%
৫.গায়ানা ৪০%
৬.ভুটান ২৬%
৭.সুরিনামে ২৩%
৮.ত্রিনিদাদ এন্ড টোবাকো ২০%
৯.দুবাই(ইউ এ ই) ১৬%  (মতান্তরে ২০-২৫%)
১০.শ্রীলংকা ১৩%
১১.কুয়েত ১২%
১২.বাংলাদেশ ৯.৯%
১৩.বাহারাইন ৮.১%
১৪.রেউনিওন ৭%
১৫.মালায়শিয়া ৬.৭০%
১৬.সিংগাপুর ৫.৩%
১৭.ওমান ৩%
১৮.সেয়ছেল্লেস ২.২%
১৯.নিউজিল্যান্ড ২.৩%
২০.পাকিস্তান ১.৯০%
২১.ইন্দোনেশিয়া ১.৮০% (বালি রাজ্যে ৮৪%)
২২.আমেরিকা ১%
২৩.আমেরিকান ভার্জিন দ্বীপপুঞ্জ ২%

২৪. যুক্তরাজ্য ২%
২৫. রাশিয়া ০.২%
২৬. আফগানিস্তান ০.৯%
২৭. মায়ানমার ২%
২৮. সাউদ আফ্রিকা ২%

69694148_895305410856360_4447624860494987264_o

সারাবিশ্ব জনসংখ্যা হারে মোট হিন্দু ১৬%, যার অবস্থান তৃতীয়  স্থানে।হিন্দুদের আগে রয়েছে কেবল খ্রিষ্টান ও ইসলাম। আরো দেশ আছে যেখানে হিন্দু জনসংখ্যা অল্প।
এখানে প্রধান দেশগুলো উল্লেখ্য করা হয়েছে। আমেরিকায় হিন্দুর সংখ্যা মাত্র ২% হলেও শিক্ষা ও অর্থনৈতিক দিক থেকে তারা আমেরিকার প্রথম স্থানে। তাছাড়া পিউ গবেষণার এক রিপোর্টে দেখা গেছে হিন্দুরা বিশ্বের সবচেয়ে সুখী ধর্মীয় গোষ্ঠী।
Courtesy : Wikipedia

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *