আসুন বিশ্ব হিন্দু এক হই। - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Sunday, June 16, 2019

demo-image

আসুন বিশ্ব হিন্দু এক হই।



আমাদের সনাতনী হিন্দুদের যুগে যুগে চলেছে বিভক্তি করার কূট কৌশল! প্রথমেই ভারতবর্ষের সনাতনীদের দ্রাবিড়, আর্য বলে ভাগ করা হয় এছাড়া জাতপাত,সংস্কৃতি,এলাকাভেদে ভাগাভাগি তো চলছেই!! এই হিন্দু বিভক্তি করাটা শুরু ভারতেই না, বাংলাদেশেও হিন্দুদের সাঁওতাল,মনিপুরী, বাঙ্গালি,সিলেটি,চাটগাঁইয়া,ঢাকাইয়া,দলিত,হরিজন ইত্যাদি ভাগ করা চলছে!! পাকিস্তানেও সিন্ধি, বেলুচি,পশতুন,রাজপুত,দলিত,মালহি ইত্যাদি ভাগ!! 12705753_448421315282387_698413834663825112_n নেপালেও রয়েছে নেপালী,তিব্বতি ইত্যাদি ভাগ!! মালয়শিয়াতেও তামিল,তেলেগু মালয় হিন্দু ভাগ!! ইন্দোনেশিয়াতে
জাভা,বালি,সুমাত্রা,জাকার্তা হিন্দু ভাগ!! ভূটানেও ভূটানী, লোটসাম্পা হিন্দু ভাগ!!!! o-HAPPY-HINDU-570 এছাড়া আরো বিভক্তি তো আছেই!!!! আচ্ছা বলতে পারবেন এই ভাগ গুলো কি করে হলো?? এগুলো কেবল আমাদের সংস্কৃতির উপর নির্ভর করে।যেমনঃবাঙ্গালি হিন্দুরা ভাত খায়,অবাঙ্গালিরা রুটি খায়!বালি হিন্দুরা সাদা ধূতি পড়ে আর জাভার হিন্দুরা রঙিনন ধূতি পড়ে এটুকুই। Why-hinduism-is-the-most-tolerant-religion2.png কিন্তু আমাদের মধ্যে রয়েছে সর্বাধিক ধর্মীয় মিল। ১।আমরা সবাই সনাতনী হিন্দু। ২।আমরা বেদ,গীতা,উপনিষদ,পুরাণ পড়ি ও বিশ্বাস কররি। ৩।আমরা এক ঈশ্বরের শক্তির রূপ বিভিন্ন দেবদেবীতে বিশ্বাস করি। ৪।আমরা সকলেই যাগযজ্ঞে বিশ্বাস করি,দেব দেবীর পূজা করি। ৫।সকল হিন্দু বিবাহিত মহিলারাই সিদুঁর পরে। ৬।সকল হিন্দুদেরই ধর্মীয় রীতি মেনে বিয়ে হয়। ৬।সকল দেশের সনাতনী হিন্দুরা গরু খায় না,গোহত্যা করে না। এছাড়াও রয়েছে হাজারো মিল!! socialfeed.info-hare-krishna-in-russia-incredibleindia তবে কেন আমরা কাপড়,চোপড়,বা ভাষাগত পার্থক্যে আলাদা থাকব?? আসুন বিশ্ব হিন্দু এক হই। বিশ্ব হিন্দু এক হওয়ার লক্ষ্যে এই ইংরেজি পেজটাতে লাইক দিন ও আপনার বন্ধুদের লাইক দিতে ইনভাইট করুন। পেজটিতে ইংরেজীতে লিখা পাঠান। https://www.facebook.com/UnitedHinduBengali/ এবার বাঙ্গালি হিন্দু না,একসঙ্গে আওয়াজ উঠাই বিশ্ব হিন্দু এক হও।
Happy-Holi

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *