বাংলাদেশে মহাভারতে বর্ণিত প্রাচীন নগরীর সন্ধান - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Friday, April 12, 2019

demo-image

বাংলাদেশে মহাভারতে বর্ণিত প্রাচীন নগরীর সন্ধান

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার  রায়গঞ্জ উপজেলার খিরিতলা গ্রামে মহাভারতে বর্ণিত বিরাট রাজার মহল ও মন্দিরের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার দাবি করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের শিক্ষক রিফাত-উর-রহমানের তত্ত্বাবধানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা খিরিতলা গ্রামের পরিত্যক্ত উঁচু ঢিবি ও আশপাশের ধ্বংসস্তূপ নিয়ে মঙ্গলবার প্রত্নতাত্ত্বিক জরিপে অংশগ্রহণ করেন। এ সময় বিভাগের আরেক শিক্ষক ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
Sirajganj-inner-120190410100522
Photo: BanglaNews24
নিজেদের প্রাথমিক গবেষণা নিয়ে রিফাত-উর-রহমান ঢাকা ট্রিবিউন কে  বলেন, "৮০০ থেকে ১০০০ খ্রিস্টাব্দে একটি সমৃদ্ধ নগরী ছিল এ অঞ্চল। প্রায় আড়াই হাজার বছর আগে মহাভারতে বর্ণিত বিরাট রাজার প্রাসাদ ছিল এ অঞ্চলেই। খিরিতলাসহ আশপাশের গ্রামগুলোতে কমপক্ষে অর্ধশতাধিক উঁচু ঢিবির সন্ধান পাওয়া যায়। এখানে পরিত্যক্ত ঢিবিটাকে স্থানীয়রা রাজার বাড়ি বলে অভিহিত করেন। এতে প্রাচীনকালের ইটে নির্মিত স্থাপনার ভগ্নাংশ দৃশ্যমান এবং ঢিবিতে পোড়ামাটির চিত্রফলক দেখে ধারণা করা যায় এগুলো 'গুপ্তবংশ' পরবর্তী যুগের। এখানে গুপ্ত আমলের একটি মুদ্রাও পাওয়া যায়। এ থেকে অনুমিত হয় এ স্থানটি গুপ্ত কিংবা পাল আমলের একটি সমৃদ্ধ জনপদ। পাল আমল পর্যন্ত গৌরবের সঙ্গেই হয়তো এ জনপদ টিকে ছিল"।

তিনি আরও বলেন, "১৯৯০ সালে প্রকাশিত ‘বাংলাদেশ জেলা গেজেটিয়ার পাবনা’ সূত্র মতে নিমগাছি অতি প্রাচীন স্থান। একে মহাভারতে বর্ণিত বিরাট রাজার শহর বলে অভিহিত করা হয়। প্রাচীন করতোয়া নদীর পশ্চিম তীরে প্রায় ৮ বর্গমাইল আয়তনের একটি নগরীর ধ্বংসাবশেষ রয়েছে এখানে। দেশবরেণ্য প্রত্নতাত্ত্বিক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ১৯৮৪ সালে তার বাংলাদেশের প্রত্নসম্পদ বইয়ে উল্লেখ করেছেন যে মহাভারতে বর্ণিত মৎস্য দেশের রাজা বিরাটের রাজপ্রাসাদ ছিল এ অঞ্চলে। নৃত্যশীলা, কীচকস্থান, বুরুজ ইত্যাদি নামে অন্যা ঢিবিগুলো পরিচিত। পান্ডবেরা অজ্ঞাতবাসে থাকাকালীন এখানে আশ্রয় নিয়েছিলেন। প্রমাণ স্বরূপ একটি প্রাচীন বৃক্ষকে মহাভারতে বর্ণিত শমীবৃক্ষ ও একটি স্থানকে বিরাট রাজার গো-গৃহ বলে চিহ্নিত করা হয়"।
সিরাজগঞ্জ জেলা বাংলাদেশে ব্রম্মপুত্র নদের তীরে অবস্থিত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৩ টি বিভাগে ১০৫ জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালু হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।

এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ!

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *