সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের শিক্ষক রিফাত-উর-রহমানের তত্ত্বাবধানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা খিরিতলা গ্রামের পরিত্যক্ত উঁচু ঢিবি ও আশপাশের ধ্বংসস্তূপ নিয়ে মঙ্গলবার প্রত্নতাত্ত্বিক জরিপে অংশগ্রহণ করেন। এ সময় বিভাগের আরেক শিক্ষক ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
Photo: BanglaNews24 |
তিনি আরও বলেন, "১৯৯০ সালে প্রকাশিত ‘বাংলাদেশ জেলা গেজেটিয়ার পাবনা’ সূত্র মতে নিমগাছি অতি প্রাচীন স্থান। একে মহাভারতে বর্ণিত বিরাট রাজার শহর বলে অভিহিত করা হয়। প্রাচীন করতোয়া নদীর পশ্চিম তীরে প্রায় ৮ বর্গমাইল আয়তনের একটি নগরীর ধ্বংসাবশেষ রয়েছে এখানে। দেশবরেণ্য প্রত্নতাত্ত্বিক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ১৯৮৪ সালে তার বাংলাদেশের প্রত্নসম্পদ বইয়ে উল্লেখ করেছেন যে মহাভারতে বর্ণিত মৎস্য দেশের রাজা বিরাটের রাজপ্রাসাদ ছিল এ অঞ্চলে। নৃত্যশীলা, কীচকস্থান, বুরুজ ইত্যাদি নামে অন্যা ঢিবিগুলো পরিচিত। পান্ডবেরা অজ্ঞাতবাসে থাকাকালীন এখানে আশ্রয় নিয়েছিলেন। প্রমাণ স্বরূপ একটি প্রাচীন বৃক্ষকে মহাভারতে বর্ণিত শমীবৃক্ষ ও একটি স্থানকে বিরাট রাজার গো-গৃহ বলে চিহ্নিত করা হয়"।
সিরাজগঞ্জ জেলা বাংলাদেশে ব্রম্মপুত্র নদের তীরে অবস্থিত। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবস্থিত। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৩ টি বিভাগে ১০৫ জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালু হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।