মসজিদে টাকা চুরি স্যান্ডেল চুরি জুতা চুরি মোবাইল চুরি এগুলো নতুন কোন ঘটনা নয়। মতবিরোধ নিয়ে মসজিদে সংঘর্ষের ফলে রক্তারক্তি দেখা যায় মাঝে মধ্যে। কিন্তু মসজিদে টাকার হিসাব নিয়ে সংর্ঘষে ঈমাম নিহত হওয়ার ঘটনা এটাই বোধ হয় প্রথম। ঘটনা বাংলাদেশের গাইবান্ধা জেলার একটি মসজিদে। ডেইলি ইত্তেফাক জানায়,
গাইবান্ধার সাঘাটায় শুক্রবার জুম্মার নামায শেষে টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির দু’পক্ষের মধ্যে সংর্ঘষে আব্দুল করিম মুন্সি (৬৫) নামে ইমাম নিহত হয়েছেন। তিনি উপজেলার ডিমলা পদুমশহর ফকিরপাড়া গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে এবং একই ইউনিয়নের মজিদের ভিটা জামে মসজিদের ইমাম।
জানা যায়, শুক্রবার উপজেলার ডিমলা পদুমশহর ফকিরপাড়া জামে মসজিদে জুম্মার নামায শেষে মসজিদের টাকার হিসাব নিয়ে মসজিদ কমিট’র দু’পক্ষের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে প্রতিপক্ষের আঘাতে আব্দুল করিম মুন্সি (৬৫) গুরুত্বর আহত হন। দ্রুত তাকে উপজেলার বোনারপাড়াস্থ ডাক্তারের কাছে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান, এএসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের পুত্র হামিদুল হক বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ গাইবান্ধা মর্গের পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে।
Saturday, April 27, 2019
বাংলাদেশে মসজিদের টাকা ভাগ করা নিয়ে সংঘর্ষে ইমাম নিহত
Tags
# ইসলাম
# বাংলাদেশ
Share This
About UHC Report
বাংলাদেশ
Subscribe to:
Post Comments (Atom)
অন্যান্য
Post Bottom Ad
Author Details
সত্য ও সঠিক ইনফর্মেশনে সম্মৃদ্ধ একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম।বিশ্বব্যাপী হিন্দুর গৌরব তুলে ধরতে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।