জন্মান্তরবাদের যে ফ্যাক্টগুলো আপনার জানা প্রয়োজন - UHC বাংলা

UHC বাংলা

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

ব্রেকিং নিউজ

Home Top Ad

Tuesday, April 2, 2019

জন্মান্তরবাদের যে ফ্যাক্টগুলো আপনার জানা প্রয়োজন


জন্মান্তরবাদের কথা বললে অনেকে মনে করেন এটা শুধুমাত্র হিন্দুদের একটা ব্যাপার। তাই আসুন দেখা যাক ভারতের বাইরের মানুষের জন্মান্তরবাদের প্রতি আস্থা কতটুকু। 




✪✪✪ হিন্দু দর্শনের ন্যায় বাইবেলে #জন্মান্তরবাদের উল্লেখ আছে। 

✪✪✪ থোরায় (ইহুদীদের প্রধান ধর্ম গ্রন্থ) জন্মান্তর বাদের উল্লেখ আছে।

✪✪✪ বৌদ্ধ ধর্মে জন্মান্তর বাদের উল্লেখ আছে।
✪✪✪ ইসলাম ব্যতীত পৃথিবীর প্রায় সব ধর্মে জন্মান্তর বাদের উল্লেখ আছে।


✪✪✪ পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা গেছে সমগ্র পৃথিবীর ২০% মানুষ (১.৫ বিলিয়ন)জন্মান্তরবাদে বিশ্বাস করে। 


✪✪✪ হাব পোস্টের (Huffington post) এক সমীক্ষায় দেখা গেছে ২৫% আমেরিকান খ্রীষ্টান জন্মান্তরবাদে বিশ্বাস করে। 

✪✪✪ সমগ্র পশ্চিমা বিশ্বের (ইউরোপ, আমেরিকা, অষ্ট্রিলিয়া) ৩০% মানুষ জন্মান্তরবাদে বিশ্বাস করে।

✪✪✪ জাপান, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম ও দক্ষিণ কোরিয়ার ৪০% মানুষ জন্মান্তরবাদে বিশ্বাস করে।
✪✪✪ নাস্তিক রাশিয়ার এক তৃতীয়ংশ মানুষ জন্মান্তরবাদে বিশ্বাস করে। 

✪✪✪ এক সাক্ষাৎকারে বিশ্ববিখ্যাত আমেরিকান নাস্তিক কার্ল স্যাগান নোবেল জয়ী বৌদ্ধ ধর্মীয় নেতা দালাই লামাকে প্রশ্ন করেছিলেন, "যদি বিজ্ঞান জন্মান্তরবাদকে ভুল প্রমান করে আপনি মেনে নিবেন ?"

উত্তরে দালাই লামা বলেছিলেন, "বিজ্ঞান যদি সেটা প্রমান করতে পারে তবে তিব্বতীয় বৌদ্ধরা মেনে নিবে। কিন্তু সেটা প্রমান করা অনেকটা দুঃসাধ্য ব্যাপার।

1 comment:

পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box