জন্মান্তরবাদের
কথা বললে অনেকে মনে করেন এটা শুধুমাত্র হিন্দুদের একটা ব্যাপার। তাই আসুন
দেখা যাক ভারতের বাইরের মানুষের জন্মান্তরবাদের প্রতি আস্থা কতটুকু।
✪✪✪ হিন্দু দর্শনের ন্যায় বাইবেলে #জন্মান্তরবাদের উল্লেখ আছে।
✪✪✪ থোরায় (ইহুদীদের প্রধান ধর্ম গ্রন্থ) জন্মান্তর বাদের উল্লেখ আছে।
✪✪✪ বৌদ্ধ ধর্মে জন্মান্তর বাদের উল্লেখ আছে।
✪✪✪ ইসলাম ব্যতীত পৃথিবীর প্রায় সব ধর্মে জন্মান্তর বাদের উল্লেখ আছে।
✪✪✪ পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষায় দেখা গেছে সমগ্র পৃথিবীর ২০% মানুষ (১.৫ বিলিয়ন)জন্মান্তরবাদে বিশ্বাস করে।
✪✪✪ হাব পোস্টের (Huffington post) এক সমীক্ষায় দেখা গেছে ২৫% আমেরিকান খ্রীষ্টান জন্মান্তরবাদে বিশ্বাস করে।
✪✪✪ সমগ্র পশ্চিমা বিশ্বের (ইউরোপ, আমেরিকা, অষ্ট্রিলিয়া) ৩০% মানুষ জন্মান্তরবাদে বিশ্বাস করে।
✪✪✪ নাস্তিক রাশিয়ার এক তৃতীয়ংশ মানুষ জন্মান্তরবাদে বিশ্বাস করে।
✪✪✪ এক সাক্ষাৎকারে বিশ্ববিখ্যাত আমেরিকান নাস্তিক কার্ল স্যাগান নোবেল
জয়ী বৌদ্ধ ধর্মীয় নেতা দালাই লামাকে প্রশ্ন করেছিলেন, "যদি বিজ্ঞান
জন্মান্তরবাদকে ভুল প্রমান করে আপনি মেনে নিবেন ?"
Vlo laglo
ReplyDelete