২০১৯ সালের বিশ্বের ১০টি সুখী দেশ - UHC বাংলা

Untitled+2

...মুক্ত চিন্তায় বিশ্বাসী একটি গ্লোবাল বাংলা প্লাটফর্ম!

Home Top Ad

Tuesday, March 26, 2019

demo-image

২০১৯ সালের বিশ্বের ১০টি সুখী দেশ

"সুখী হতে কে না চায় ?"...কিন্তু "ক'জনে বা সুখ পায়।" মান্না দে'র সেই বিখ্যাত গান মনে পড়ে যায়। সেই সুখের সন্ধানে আমরা ব্যস্ত। কিন্তু এ যেন ধরা ছোঁয়ার বাইরে। তবু আশায় আশায় বুক বাধি।আমরা অনেকেই প্রচুর ভ্রমণ করতে ভালোবাসি। ভ্রমণ করতে প্রচুর টাকা ও সময় খরচ হয়। তবে এই টাকা ও সময় খরচ করে কেন সিরিয়া বা আফগানিস্তানের মতো যুদ্ধ বিধস্থ দেশে যাবেন।  ঠিকানায় কে না যেতে চায় ? ঘুরে আসুন বিশ্বের সুখী দেশ হতে।২০১১ সালের ভুটানের প্রধামন্ত্রী জিগমে ওয়াংচুক জাতিসংঘ অধিবেশনে সর্বপ্রথম বিশ্ব সুখী দিবস পালনের প্রস্তাব করেন। তার প্রস্তাবটি বিশ্বব্যাপী খুবই প্রশংসিত হয়। ২০১২ জাতিসংঘ ২০সে মার্চকে বিশ্ব সুখী দিবস হিসেবে ঘোষণা করে। এর পর থেকে প্রতি বছর ২০সে মার্চ বিশ্ব সুখী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আর এইসময় জাতিসংঘ প্রকাশ করে বিশ্বের সবচেয়ে বেশি সুখী ও কম সুখী দেশের তালিকা। এ বছর ভুটান বিশ্বের ৯৫টম সুখী দেশ।  বরাবরের মতো এবারো প্রকাশ হলো বিশ্বের সুখী দেশের তালিকা।
টপ টেন সুখী দেশের তালিকাঃ 
১. ফিনল্যান্ড
২. ডেনমার্ক
৩. নরওয়ে
৪. আইসল্যান্ড
৫. নেদারল্যান্ড
৬. সুইজারল্যান্ড
৭. সুইডেন
৮. নিউজিলান্ড
৯. কানাডা
১০. অষ্ট্রিয়া

original_open-uri20190320-7344-1fpmmr0
Photo by Shutterstock
 সুখের মাফকাঠি ঠিক করা হয় কতকগুলো প্রশ্নের মাধ্যমে। বিশ্বের ১৫৬টি দেশের জনগণের উপর এই জরিপ চালানো হয়। ০ থেকে ১০ এর মধ্যে স্কেল করা হয়।  এই রেটিংয়ে সবচেয়ে উপরে আছে ফিনল্যাণ্ড ৭.৭৬৯ পেয়ে।  আর সবচেয়ে নিচেই আছে সুদান ২.৮৫৩ পেয়ে। কি ফিনল্যান্ডের মানুষকে এতো সুখী করেছে ? দেখা যাচ্ছে ফিনল্যান্ডের মানুষ বন্ধু-বান্ধবের সাথে কফি ভাগ করে খেতে পছন্দ করে।
ইউরোপের বাইরে থেকে সেরা দশে স্থান পেয়েছে মাত্র দুটি দেশ - নিউজিলান্ড ও কানাডা। এই সুখের মাপকাটি কয়েকটি বিষয়ের উপর নিভর করে।
কিন্তু কি এইসব দেশের মানুষকে সুখী করতে সাহায্য করেছে ? জানা যাচ্ছে  উচ্চ  GDP, ফ্যামিলি ও ফ্রেন্ড হতে শক্তিশালী সামাজিক সাপোর্ট, জীবনের সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা, স্বাস্থ্যকর জীবন যাপন, এবং সরকার ব্যবস্থায় ও ব্যবসায় দুর্নীতি না থাকা এসব দেশের মানুষকে সুখী হতে সাহায্য করেছে।
    বোনাস : দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে  পাকিস্তান ৬৭ ভুটান ৯৫ নেপাল ১০০ বাংলাদেশ ১০৫  ভারত ১৪০ এ অবস্থান করছে। সবচেয়ে কোন সুখী তিনটি দেশ হচ্ছে সুদান ১৫৬, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ১৫৫ এবং আফগানস্থান ১৫৪।

সবচেয়ে কম সুখী ১০টি দেশের তালিকাঃ
১. দক্ষিণ সুদান
২. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
৩. আফগানিস্তান
৪. তাঞ্জানিয়া
৫. রুয়ান্ডা
৬. ইয়েমেন
৭. মালায়ি
৮. সিরিয়া
৯. বোতসোয়ানা
১০. হেইতি

অন্যান্য

Post Bottom Ad

আকর্ষণীয় পোস্ট

code-box

Contact Form

Name

Email *

Message *