টপ টেন সুখী দেশের তালিকাঃ
১. ফিনল্যান্ড
২. ডেনমার্ক
৩. নরওয়ে
৪. আইসল্যান্ড
৫. নেদারল্যান্ড
৬. সুইজারল্যান্ড
৭. সুইডেন
৮. নিউজিলান্ড
৯. কানাডা
১০. অষ্ট্রিয়া
![]() |
Photo by Shutterstock |
ইউরোপের বাইরে থেকে সেরা দশে স্থান পেয়েছে মাত্র দুটি দেশ - নিউজিলান্ড ও কানাডা। এই সুখের মাপকাটি কয়েকটি বিষয়ের উপর নিভর করে।
কিন্তু কি এইসব দেশের মানুষকে সুখী করতে সাহায্য করেছে ? জানা যাচ্ছে উচ্চ GDP, ফ্যামিলি ও ফ্রেন্ড হতে শক্তিশালী সামাজিক সাপোর্ট, জীবনের সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা, স্বাস্থ্যকর জীবন যাপন, এবং সরকার ব্যবস্থায় ও ব্যবসায় দুর্নীতি না থাকা এসব দেশের মানুষকে সুখী হতে সাহায্য করেছে।
বোনাস : দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ৬৭ ভুটান ৯৫ নেপাল ১০০ বাংলাদেশ ১০৫ ভারত ১৪০ এ অবস্থান করছে। সবচেয়ে কোন সুখী তিনটি দেশ হচ্ছে সুদান ১৫৬, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ১৫৫ এবং আফগানস্থান ১৫৪।
সবচেয়ে কম সুখী ১০টি দেশের তালিকাঃ
১. দক্ষিণ সুদান
২. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক
৩. আফগানিস্তান
৪. তাঞ্জানিয়া
৫. রুয়ান্ডা
৬. ইয়েমেন
৭. মালায়ি
৮. সিরিয়া
৯. বোতসোয়ানা
১০. হেইতি
No comments:
Post a Comment
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন। আপনার কোন তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না। আপনি Anonymous বা পরিচয় গোপন করেও কমেন্ট করতে পারেন।